একটা গল্প বলি। গল্পের পাঁচজন চরিত্র। রাজনীতিবিদ, সাংবাদিক, প্রশাসনের একজন, সাধারণ নাগরিক আর দোকানের মালিক (ব্যবসায়ী)। গল্পের প্রথম পর্বে রাজনীতিবিদ, সাংবাদিক আর সাধারণ নাগরিক চায়ের দোকানে বসে রাজনৈতিক আলাপে মগ্ন। সাংবাদিক আর সাধারণ নাগরিক সেই রাজনীতিবিদকে বেশ বকাঝকা করছে আর বলছে কত খারাপ ওনারা ছিল যখন ক্ষমতা ছিল। আর রাজনীতিবিদ বোঝাতে চেষ্টা করছে বর্তমান অবস্থা কতো ভয়াবহ। দোকানের মালিক তো অনেক খুশি, একের পর এক চা বিস্কুট বিক্রি চলছে। দোকানের মালিক অবশ্য একটু পর পর এসে বলে যায় রাজনীতি বুঝি না, ব্যবসা চলে আমি খুশি ।
গল্পের দ্বিতীয় পর্বে হটাত প্রশাসনের একজন এসে উপস্থিত। এসেই সেই রাজনীতিবিদকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। রাজনীতিবিদ সবাইকে বলল সাহায্যের জন্য কিন্তু কেউ আসল না। সবাই বলল আমরা ঝামেলা নিব কেন। শুধু ব্যবসায়ী কান্না কাটি করল কারণ তার চায়ের কাপ পিরিচ ভেঙ্গে গিয়েছে ।
গল্পের তৃতীয় পর্বে তার পরের দিন আবার আড্ডা। এবার সাংবাদিক আর সাধারণ নাগরিক। চা চলছে ব্যবসায়ীর ব্যবসা হচ্ছে। আগেরদিনের ঘটনাটি পত্রিকাতে এসেছে। আবার সেই প্রশাসনের একজন হাজির, এবার সাংবাদিক সাহেবের পালা। টেনে হিঁচড়ে নিয়ে গেল আর উনি সবাইকে বলল সাহায্যের কথা কিন্তু কেউ আসল না। শুধু ব্যবসায়ী কান্না কাটি করল কারণ তার চায়ের কাপ পিরিচ ভেঙ্গে গিয়েছে ।
চতুর্থ পর্বে প্রশাসনের লোক এসে এবার ব্যবসায়ীকে নিয়ে গেল। এই ব্যবসায়ী নাকি সকল মদদদাতা, ব্যবসাও গেল আর ব্যবসায়ী ও গেল। তারপর সেই সাধারণ নাগরিককেও নিয়ে গেল। নাগরিকের অপরাধ কি? অপরাধ যে নাগরিক সব দেখে ফেলেছে ।
তাই বলি গণতন্ত্রবিহীন উন্নয়ন তাজমহলে বন্দি থাকার মত। (ফেসবুক থেকে)