ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন নিয়ে ফুকুওয়াকায় সেমিনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও অন্যান্য সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে ফুকুওয়াকায় বাংলাদেশ ইকোনমি, হিঊম্যান রিসোর্স ডেভেলপমেন্ট শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাপানের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আইএম, জাপান) সহযোগিতায় গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ফুকুওকার হোটেল হায়াতের মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, আইএম, জাপানের প্রেসিডেন্টসহ জাপানের খ্যাতনামা কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে অংশগ্রহণকারী বাংলাদেশিরারাবাব ফাতিমা তাঁর বক্তব্যে বাংলাদেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, উভয় রাষ্ট্রই একে অপরের প্রয়োজন ও দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে পারস্পরিকভাবে লাভবান হতে পারে। এ জন্য তিনি জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার অনুরোধ জানান।
আরও বক্তব্য দেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শেখ রাফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরন্তর ও আন্তরিক উদ্যোগসমূহ এবং ভিশন-২০২১ বিষয়ে আলোকপাত করেন।বক্তব্য দিচ্ছেন জাপানের প্রতিনিধিআইএম, জাপানের প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, বাংলাদেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানব উন্নয়নের ক্ষেত্রে আইএম, জাপান কাজ করবে এবং সামনের দিনগুলোতে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।
বক্তব্য দিচ্ছেন রাবাব ফাতিমাসেমিনার শেষে সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা কিঊশু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ড. মখলেছুর রহমান। তিনি বাংলাদেশে দক্ষ মানবসম্পদ ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য পরামর্শ দেন। কিঊশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আশির আহমেদ সকলকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ও বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন নিয়ে ফুকুওয়াকায় সেমিনার

আপডেট টাইম : ০৩:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও অন্যান্য সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে ফুকুওয়াকায় বাংলাদেশ ইকোনমি, হিঊম্যান রিসোর্স ডেভেলপমেন্ট শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাপানের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আইএম, জাপান) সহযোগিতায় গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ফুকুওকার হোটেল হায়াতের মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, আইএম, জাপানের প্রেসিডেন্টসহ জাপানের খ্যাতনামা কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে অংশগ্রহণকারী বাংলাদেশিরারাবাব ফাতিমা তাঁর বক্তব্যে বাংলাদেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, উভয় রাষ্ট্রই একে অপরের প্রয়োজন ও দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে পারস্পরিকভাবে লাভবান হতে পারে। এ জন্য তিনি জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার অনুরোধ জানান।
আরও বক্তব্য দেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শেখ রাফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরন্তর ও আন্তরিক উদ্যোগসমূহ এবং ভিশন-২০২১ বিষয়ে আলোকপাত করেন।বক্তব্য দিচ্ছেন জাপানের প্রতিনিধিআইএম, জাপানের প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, বাংলাদেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানব উন্নয়নের ক্ষেত্রে আইএম, জাপান কাজ করবে এবং সামনের দিনগুলোতে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।
বক্তব্য দিচ্ছেন রাবাব ফাতিমাসেমিনার শেষে সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা কিঊশু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ড. মখলেছুর রহমান। তিনি বাংলাদেশে দক্ষ মানবসম্পদ ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য পরামর্শ দেন। কিঊশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আশির আহমেদ সকলকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ও বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।