হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় সিনেমা ‘বিসর্জন’এর জন্য আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার নিলেন জয়া আহসান। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ভারতীয় চলচ্চিত্র উৎসব ২০১৭’-এ পুরস্কার জিতেন তিনি। উৎসবটি ৮ থেকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে সেরা ছবির পুরস্কারও জেতে ‘বিসর্জন’।
কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’ মুক্তি পায় সর্বশেষ বৈশাখে। পেয়েছে দর্শক-সমালোচকদের প্রশংসা।
এর আগে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড (আইবিএফএ) ২০১৭-এ একই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর সমালোচক পুরস্কার পান জয়া আহসান।
‘বিসর্জন’-এ জয়ার নাম পদ্মা। এ প্রসঙ্গে কিছুদিন আগে তিনি বলেছিলেন, ‘পদ্মার চরিত্রটাই এই ছবির কেন্দ্রবিন্দু। সেটাই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ ছিল। ইছামতীর পাড়ে বাংলাদেশের গ্রামাঞ্চলে থাকা এক হিন্দু বিধবা। তার জীবনের লড়াই নিয়েই গল্প। ঘটনাক্রমে তার আলাপ হয় নাসির আলীর
(আবির চ্যাটার্জি)। এবং তাদের মধ্যে যে সুন্দর সম্পর্কটা তৈরি হয়, সেটা নিয়ে ছবি।’
জয়া অভিনীত কলকাতার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ভালোবাসার শহর’ আলোচনার ঝড় তুলেছে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে জয়ার অন্য ছবি ‘আমি জয় চ্যাটার্জি’। শোনা যাচ্ছে, কবি জীবনানন্দ দাশের জীবনী অবলম্বনে নির্মিত একটি সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে। এছাড়া থাকতে পারেন অঞ্জন দত্ত পরিচালিত আরেকটি সিনেমায়।
ঢাকায়ও জয়ার ব্যস্ততা থেমে নেই। তার হাতে আছে খাঁচা, পুত্র, লাল মোরগের ঝুঁটি, পেয়ারার সুবাস, বিউটি সার্কাস ও দেবী। এর মধ্যে কয়েকটি ছবি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত।