হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা।
এসময় তিনি রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সরকারি বাহিনীর নির্যাতনের নিন্দা জানান।
দালাই লামা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়েছেন, নির্যাতন চালানোর আগে তাদের বুদ্ধকে স্মরণ করা উচিত ছিল। বুদ্ধকে স্মরণ করলে তারা এ ধরনের কাজ করতে পারতেন না।
রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি ব্যক্ত করে দালাই লামা বলেন, ‘আমি দুঃখিত! আমি দুঃখিত! আমি খুবই ব্যথিত!’
দালাই লামা বলেন, ভগবান বুদ্ধ এসময় বেঁচে থাকলে রোহিঙ্গা মুসলিমদের সাহায্য করতেন।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মিয়ানমারের প্রতি নিন্দা জানানোসহ রোহিঙ্গাদের সহায়তার আহ্বান জানান।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। এর আগে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফাই মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচিকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানান।
তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাল লামা চীনের চাপের কারণে ১৯৫৯ সালের ৩০ মার্চ পালিয়ে ভারতের আসামে এসে আশ্রয় নেন।
এদিকে, জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনসিএইচআর জানিয়েছে, ২৫ আগস্টের পর থেকে প্রায় দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর আগে থেকে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে নিয়ে আছেন। এত শরণার্থীর আশ্রয় এবং জরুরি সহায়তা দিতে আন্তর্জাতিক সংস্থাগুলি রীতিমতো হিমশিম খাচ্ছে।