ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এ বিষয়ে পরিচালক বলতে পারবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ এবারের রোজার ঈদের মতো কোরবানি ঈদেও মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত দুটি ছবি। এগুলো হচ্ছে শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ও আব্দুল মান্নানের ‘রংবাজ’।  কোরবানি ঈদে সিনেমা হলে ছবি দেখতেও গিয়েছিলেন তিনি। পাশাপাশি একুশে ও আরটিভির দুটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সবকিছু মিলে এবারের ঈদ কেমন কাটলো জানতে চাইলে বুবলী হাওর বার্তাকে বলেন, ভালোই কেটেছে। ঈদে বেশ কয়েকটি সিনেমা হল নিজে ভিজিট করেছি। ঢাকার এ সিনেমা হলগুলোর মধ্যে ছিল ‘সনি’, ‘স্টার সিনেপ্লেক্স’, ‘যমুনা ব্লকবাস্টার’, ‘আনন্দ’, ‘চম্পাকলি’(টঙ্গী)। বর্তমানে বন্যা, রোহিঙ্গা ইস্যু-এসব নিয়ে একটা অন্য রকম অবস্থা। এরমধ্যেও অনেক সাড়া পেয়েছি দর্শকদের। এতকিছুর মধ্যে দর্শকরা সিনেমা হলে গিয়ে ছবি দেখছে এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। বুবলী আরো বলেন, আরো কিছু বিষয় হচ্ছে রোজার ঈদের তুলনায় কোরবানি ঈদে দর্শক সমাবেশ সিনেমাহলগুলোতে একটু কম হয়। কিন্তু আমার ছবি দুটি মোটামুটি ভালো ব্যবসা করেছে বলে বিভিন্ন সিনেমা হল থেকে জেনেছি। তবে সিনেমা পাইরেসি যারা করছেন তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি। একজন অভিনেত্রী হিসেবে  কি বলবেন তাদের উদ্দেশ্যে? এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দেশের সংস্কৃতিকে ভালোবাসুন, বাংলা চলচ্চিত্রকে বাঁচতে দিন। অনেক মানুষ কষ্ট করে একটা ছবি বানায়, অনেক টাকা এখানে লগ্নি করা হয়, অনেক শ্রম এতে জড়িত। তাই তাদের প্রতি এবং দেশের প্রতি শ্রদ্ধা রেখে হলেও পাইরেসির মতো নোংরা কাজ থেকে বিরত থাকুন। এবার কথার ফাঁকে ভিন্ন্ প্রসঙ্গ। গত শনিবার সন্ধ্যায় শবনম বুবলি  কোনো একজনকে উদ্দেশ্য করে নিজের কিছু ক্ষোভের কথা তার ফেসবুক পেজে  পোস্ট আকারে প্রকাশ করেছেন। তবে কার ওপর তিনি ক্ষিপ্ত, সেই নামটি উল্লেখ করেননি। যার ওপর তিনি চটেছেন, ফেসবুকে তাকে কথায় কথায় ‘তুই’ বলে সম্বোধন করেছেন। সেই পোস্টে বুবলি লিখেছেন, ‘আমাকে নিয়ে আর কত ষড়যন্ত্র করবি? আর কত ক্ষতি করার চেষ্টা করবি? মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে আর কত ছোটলোকি করাবি? আর কত ধোঁকা দিবি মানুষকে? তোর মুখের ভাষা, কথাবার্তা, আচার আচরণ, হাসি দেখলেই মানুষ বোঝে, তুই কোন ক্যাটাগরির।’  এসব ছাড়াও আরও নানা কথা তিনি লেখেন সেই পোস্টে। এ বিষয়ে জানতে চাইলে বুবলী বলেন, এসব নিয়ে আর কথা বলতে চাই না। আমি সবসময়ই সরে থাকতে চাই। কিন্তু বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে আমার। কে কি করছে, কে কি বলছে তা অনেকে জানেন। কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতা নিতে পারেন না, পেয়ে বসেন। এদিকে অনেকেরই ধারনা বুবলী তার ক্ষোভের কথাগুলো নায়িকা অপু বিশ্বাসকে কেন্দ্র করেই লিখেছেন। এ বিষয়ে জানতে চাইলে বুবলী বলেন, বাদ দিন এসব বিষয়। তার এ কথার প্রেক্ষিতে প্রসঙ্গ পাল্টে সামনের ব্যস্ততা সম্পর্কে জানতে চাওয়া হলে বুবলী জানান, প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে একটি নতুন ছবিতে কাজ করবেন শাকিব খানের সঙ্গে। এর নাম ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’। এটি নির্মাণ করবেন উত্তম আকাশ। কবে এ ছবির শুটিং শুরু হবে জানতে চাইলে বুবলী বলেন, এ বিষয়ে পরিচালক বলতে পারবেন। গত ৫ই সেপ্টেম্বর ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি আমি। যেহেতু এ ছবির নায়ক শাকিব খান। তিনি বর্তমানে দেশের বাইরে অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন। তাই তিনি দেশে ফেরার পর নতুন এ ছবির শুটিংয়ের তারিখটা আমি জানাতে পারবো। আর দর্শক এ ছবিতে আমাকে নোয়াখালীর মেয়ে হিসেবে অভিনয় করতে দেখবেন। এজন্য নোয়াখালীর ভাষাও শিখছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এ বিষয়ে পরিচালক বলতে পারবেন

আপডেট টাইম : ১২:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ এবারের রোজার ঈদের মতো কোরবানি ঈদেও মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত দুটি ছবি। এগুলো হচ্ছে শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ও আব্দুল মান্নানের ‘রংবাজ’।  কোরবানি ঈদে সিনেমা হলে ছবি দেখতেও গিয়েছিলেন তিনি। পাশাপাশি একুশে ও আরটিভির দুটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সবকিছু মিলে এবারের ঈদ কেমন কাটলো জানতে চাইলে বুবলী হাওর বার্তাকে বলেন, ভালোই কেটেছে। ঈদে বেশ কয়েকটি সিনেমা হল নিজে ভিজিট করেছি। ঢাকার এ সিনেমা হলগুলোর মধ্যে ছিল ‘সনি’, ‘স্টার সিনেপ্লেক্স’, ‘যমুনা ব্লকবাস্টার’, ‘আনন্দ’, ‘চম্পাকলি’(টঙ্গী)। বর্তমানে বন্যা, রোহিঙ্গা ইস্যু-এসব নিয়ে একটা অন্য রকম অবস্থা। এরমধ্যেও অনেক সাড়া পেয়েছি দর্শকদের। এতকিছুর মধ্যে দর্শকরা সিনেমা হলে গিয়ে ছবি দেখছে এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। বুবলী আরো বলেন, আরো কিছু বিষয় হচ্ছে রোজার ঈদের তুলনায় কোরবানি ঈদে দর্শক সমাবেশ সিনেমাহলগুলোতে একটু কম হয়। কিন্তু আমার ছবি দুটি মোটামুটি ভালো ব্যবসা করেছে বলে বিভিন্ন সিনেমা হল থেকে জেনেছি। তবে সিনেমা পাইরেসি যারা করছেন তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি। একজন অভিনেত্রী হিসেবে  কি বলবেন তাদের উদ্দেশ্যে? এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দেশের সংস্কৃতিকে ভালোবাসুন, বাংলা চলচ্চিত্রকে বাঁচতে দিন। অনেক মানুষ কষ্ট করে একটা ছবি বানায়, অনেক টাকা এখানে লগ্নি করা হয়, অনেক শ্রম এতে জড়িত। তাই তাদের প্রতি এবং দেশের প্রতি শ্রদ্ধা রেখে হলেও পাইরেসির মতো নোংরা কাজ থেকে বিরত থাকুন। এবার কথার ফাঁকে ভিন্ন্ প্রসঙ্গ। গত শনিবার সন্ধ্যায় শবনম বুবলি  কোনো একজনকে উদ্দেশ্য করে নিজের কিছু ক্ষোভের কথা তার ফেসবুক পেজে  পোস্ট আকারে প্রকাশ করেছেন। তবে কার ওপর তিনি ক্ষিপ্ত, সেই নামটি উল্লেখ করেননি। যার ওপর তিনি চটেছেন, ফেসবুকে তাকে কথায় কথায় ‘তুই’ বলে সম্বোধন করেছেন। সেই পোস্টে বুবলি লিখেছেন, ‘আমাকে নিয়ে আর কত ষড়যন্ত্র করবি? আর কত ক্ষতি করার চেষ্টা করবি? মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে আর কত ছোটলোকি করাবি? আর কত ধোঁকা দিবি মানুষকে? তোর মুখের ভাষা, কথাবার্তা, আচার আচরণ, হাসি দেখলেই মানুষ বোঝে, তুই কোন ক্যাটাগরির।’  এসব ছাড়াও আরও নানা কথা তিনি লেখেন সেই পোস্টে। এ বিষয়ে জানতে চাইলে বুবলী বলেন, এসব নিয়ে আর কথা বলতে চাই না। আমি সবসময়ই সরে থাকতে চাই। কিন্তু বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে আমার। কে কি করছে, কে কি বলছে তা অনেকে জানেন। কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতা নিতে পারেন না, পেয়ে বসেন। এদিকে অনেকেরই ধারনা বুবলী তার ক্ষোভের কথাগুলো নায়িকা অপু বিশ্বাসকে কেন্দ্র করেই লিখেছেন। এ বিষয়ে জানতে চাইলে বুবলী বলেন, বাদ দিন এসব বিষয়। তার এ কথার প্রেক্ষিতে প্রসঙ্গ পাল্টে সামনের ব্যস্ততা সম্পর্কে জানতে চাওয়া হলে বুবলী জানান, প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে একটি নতুন ছবিতে কাজ করবেন শাকিব খানের সঙ্গে। এর নাম ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’। এটি নির্মাণ করবেন উত্তম আকাশ। কবে এ ছবির শুটিং শুরু হবে জানতে চাইলে বুবলী বলেন, এ বিষয়ে পরিচালক বলতে পারবেন। গত ৫ই সেপ্টেম্বর ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি আমি। যেহেতু এ ছবির নায়ক শাকিব খান। তিনি বর্তমানে দেশের বাইরে অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন। তাই তিনি দেশে ফেরার পর নতুন এ ছবির শুটিংয়ের তারিখটা আমি জানাতে পারবো। আর দর্শক এ ছবিতে আমাকে নোয়াখালীর মেয়ে হিসেবে অভিনয় করতে দেখবেন। এজন্য নোয়াখালীর ভাষাও শিখছি।