নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র পাবে রোহিঙ্গারা

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধন করে পরিচয়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল।

রোববার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ভূ-খণ্ডে রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ে আয়োজিত সভায় এ কথা জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ‘মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিবন্ধন করে পরিচয়পত্র দেওয়া হবে। পরিচয়পত্র ছাড়া তারা কোনো ধরণের দেশীয় বা আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা পাবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশে ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করেছে। তবে এ সংখ্যা আরেও বাড়তে পারে।’

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে দুই হাজার একর জমির ওপর একটি আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেখানে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর