হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের উত্তর অঞ্চলের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর ধর্মান্ধ মৌলবাদী বৌদ্ধদের বর্ণবাদী বিদ্বেষের শিকার লাখো মুসলিমকে হত্যা, ধর্ষণ এবং দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে সারাবিশ্ব আজ প্রতিবাদী হয়ে উঠেছে তারই ধারাবাহিকতায় ইউরোপের রাজধানী ব্রুসেলসের প্লেস লুক্সেমবুর্গ ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে শনিবার বেলজিয়াম মুসলিম কমিউনিটির আহবানে বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি, মরোক্কো, তুর্কিস্তানি, পাকিস্তানি, আলজেরিয়ান, আফগানিস্তান, ইথুপিয়ান, সোমালিয়ানসহ বিশ্বের সকল দেশের মুসলমান একত্রিত হয়ে অং সান সুচির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেছে।
প্রতিবাদ সভায় বক্তারা সৌদি সরকারের সমালোচনা করে বলেন, মুসলিম জাহানের প্রতাবশালী দেশ হয়েও রোহিঙ্গা হত্যার বিষয়ে নিশ্চুপ কেন। এ সময় বিক্ষোভকারীরা সৌদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে। তারা নোবেল কমিটিকে অং সান সুচির শান্তির নোবেল ফেরত নেয়ার আহবান জানান।