হাওর বার্তা ডেস্কঃ বাজারে আসছে ২৪ ক্যারেট সোনায় মোড়ানো আইফোন এইট। যদিও এখন পর্যন্ত আইফোন এইট বাজারে আসেনি, তবুও গোল্ড ভার্সনের আইফোন এইটের খবর মিললো। এমনটি গোল্ড ভার্সনের কেনার জন্য প্রি-অর্ডারও দেয়া যাবে।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান গোল্ডগেইন নামের একটি প্রতিষ্ঠান গোল্ড ভার্সনের এই আইফোন বিক্রির প্রস্তুতি নিচ্ছে। অনেকেই ফোনটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে।
লন্ডন ছাড়াও গোল্ডগেইনের শাখা রয়েছে দুবাইতে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৪ ক্যারেট গোল্ড, রোজ গোল্ড এবং প্লাটিনাম ভার্সনে আইফোন এইট পাওয়া যাবে। এমনকি গ্রাহকের চাহিদা থাকলে হীরক খচিত আইফোনও সরবরাহ করবে গোল্ডগেইন।
২৪ ক্যারেট গোল্ড ভার্সন ছাড়াও ১৮ ক্যারেট গোল্ড ভার্সনও আপনি কেনার জন্য ফরমায়েশ দিতে পারবেন।
এছাড়া আপনি যদি নতুন একটি আইফোন এইট কিনে গোল্ডগেইনকে দেন তবে তারা আপনার মর্জি মাফিক সেটি সোনায় মুড়িয়ে দেবে। তবে এজন্য বিস্তর খরচ করতে হবে।