হাওর বার্তা ডেস্কঃ শুক্রবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। প্রতিবারের ন্যায় এবারও দিনটিকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন।
‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে এ দিনটি পালনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এর অংশ হিসেবে সকাল থেকে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অন্যান্য কর্মসূচি হিসেবে রয়েছে, ডাক টিকিট অবমুক্তকরণ, ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ, পোস্টার তৈরি, র্যালি, গোলটেবিল বৈঠক, টেলিভিশন টকশোসহ বিভিন্ন অনুষ্ঠান।