ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

তিনদিনের সফরে কাল সিলেট যাচ্ছেন অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ তিন দিনের সফরে আগামীকাল শনিবার সিলেট আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এদিন সকাল সোয়া ১১টায় বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট পৌঁছাবেন। পরে সাড়ে ১১টায় নগরীর মাছিমপুরে সীমান্তিকের ৪০ বছরে পদার্পন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেল ৩টায় নগরীর বাগবাড়ি বর্ণমালাল স্কুল সংলগ্ন স্থানে লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে লায়ন্স চক্ষু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পরদিন রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট সদর উপজেলা ও ফেঞ্চুগঞ্জ এলাকায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বেলা ১১টায় নগরীর রিকাবিবাজার কবি নজরুল অডিটরিয়ামে সিলেট সদর উপজেলা পরিষদের উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। দুপুর ১২টায় সিলেট মদনমোহন কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট সিক্সার্স (বিপিএল) আয়োজিত নগরীর হাফিজ কমপ্লেক্স ও ক্রীড়া কমপ্লেক্সে মধ্যহ্ন ভোজ, প্রেস কনফারেন্স, শুভ সূচনা ও সাংস্কৃতিকসহ পৃথক অনুষ্ঠানে যোগদান করবেন। পরদিন সোমবার সকাল ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির সভায় যোগদান শেষে দুপুর সাড়ে ১২টায় বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। অর্থমন্ত্রীর একান্ত সচিব আ.ন.ম ফয়জুল হক স্বাক্ষরিত সফর সূচিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

তিনদিনের সফরে কাল সিলেট যাচ্ছেন অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ তিন দিনের সফরে আগামীকাল শনিবার সিলেট আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এদিন সকাল সোয়া ১১টায় বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট পৌঁছাবেন। পরে সাড়ে ১১টায় নগরীর মাছিমপুরে সীমান্তিকের ৪০ বছরে পদার্পন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেল ৩টায় নগরীর বাগবাড়ি বর্ণমালাল স্কুল সংলগ্ন স্থানে লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে লায়ন্স চক্ষু হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পরদিন রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট সদর উপজেলা ও ফেঞ্চুগঞ্জ এলাকায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বেলা ১১টায় নগরীর রিকাবিবাজার কবি নজরুল অডিটরিয়ামে সিলেট সদর উপজেলা পরিষদের উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। দুপুর ১২টায় সিলেট মদনমোহন কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট সিক্সার্স (বিপিএল) আয়োজিত নগরীর হাফিজ কমপ্লেক্স ও ক্রীড়া কমপ্লেক্সে মধ্যহ্ন ভোজ, প্রেস কনফারেন্স, শুভ সূচনা ও সাংস্কৃতিকসহ পৃথক অনুষ্ঠানে যোগদান করবেন। পরদিন সোমবার সকাল ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির সভায় যোগদান শেষে দুপুর সাড়ে ১২টায় বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। অর্থমন্ত্রীর একান্ত সচিব আ.ন.ম ফয়জুল হক স্বাক্ষরিত সফর সূচিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।