হাওর বার্তা ডেস্কঃ ছবির শুটিংয়ে কলাকুশীবদের বাধা দিতে পারবে না কলকাতার সিনে ফেডারেশন (ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া)। এস কে মুভিজের মামলার প্রেক্ষিতে গতকাল অন্তর্বর্তিকালীন নির্দেশে একথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ নিয়ে খুশি এস কে মুভিজ। বাংলা সিনেমার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের রায় গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিনেমা শিল্পের সঙ্গে জড়িতদের একাংশ।
জুন মাসে লন্ডনে চালবাজ ছবির শুটিং আটকে দেওয়ার অভিযোগ ওঠে সিনে ফেডারেশনের বিরুদ্ধে। মাঝপথে শুটিং বন্ধ করে কার্যত বাধ্য হয়ে কলকাতা ফিরে আসতে হয় প্রযোজক, ছবির কলাকুশীলব ও টেকনিশিয়ানদের। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের (পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই) বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। তিনি যদিও সেসব অভিযোগ অস্বীকার করেন। পালটা দোষারোপ করেন প্রযোজক সংস্থাকে। ফেডারেশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে প্রযোজক সংস্থা। গতকাল ছিল সেই মামলার শুনানি।
শুনানিতে বিচারপতি সৌমেন সেন বলেন, শুটিংয়ে কাজ করার জন্য ফেডারেশন কোনও কলাকুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তা সিনেমা শিল্পের ভাবমূর্তি নষ্ট করবে। কোর্টের অনুমতি ছাড়া ফেডারেশন কলাকুশীলবদের বিরুদ্ধে কোনওরকম ব্যব্স্থা নিতে পারবে না। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ফেডারেশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে খুশি প্রযোজক সংস্থা। এস কে মুভিজ়ের অশোক ধানুকা জানান, তিনি খুশি। কোর্টে যেতে চাননি। ফেডারেশনের কারণে বাধ্য হয়ে তাঁদের কোর্টের দ্বারস্থ হতে হয়। তিনি এরাজ্যের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে চান। ফেডারেশনের সঙ্গে আলাপ আলোচনা করতে রাজি আছেন। প্রসঙ্গত, এখন লন্ডনে চলছে চালবাজ ছবির শুটিং। চলতি বছরের ১৫ ডিসেম্বর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।