হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বন্যার্তদের ত্রাণ খেয়ে ফেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির এই নেতা বলেন, ‘বন্যা হওয়ায় তারা (আওয়ামী লীগ) আনন্দিত। কোটি কোটি টাকার ত্রাণ আসছে। দুর্গত মানুষের হাতে সেই ত্রাণ পৌঁছাচ্ছে না। ওই দলের নেতা-কর্মীরা সব লুটেপুটে খেয়ে ফেলছেন। যারা ত্রাণ চুরি করেন, তাদের পাহারা দিয়ে রাখতে হবে।’
রোববার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিএনপি আয়োজিত বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন।
মির্জা আব্বাস আরও বলেন,‘বিএনপির নেতা-কর্মীরা আসেননি-এ কথা যাতে কেউ বলতে না পারেন। সামর্থ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করতে হবে।’ পরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন মির্জা আব্বাস।
এসময় মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতি নাসির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।