হাওর বার্তা ডেস্কঃ মনোয়ারা মনি সভানেত্রী এবং রেহানা মমতাজকে সাধারণ সম্পাদিকা করে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আদাবর থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সাংগঠনিক সম্পাদিকা তাহমিনা আফরিন নিতা।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সম্মতিতে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক আদাবর থানা শাখার ৩১ সদস্যের নতুন কমিটির অনুমোদন করে।
৩১ সদস্য বিশিষ্ট আদাবর থানা কমিটিতে যারা আছেন:
সিনিয়র সহ সভাপতি আয়রিন আক্তার, সহ সভাপতি আরমিন বাবুল নিপা, লাইলী বেগম , যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা ফাতেমা ইতি, মাহমুদা ফাতেমা বিনতে রশিদ , সহ সাংগঠিন জিয়াসমিন, কহিনুর, কোষাধ্যক্ষ রাহিমা, প্রচার সম্পাদক রাজিয়া, দপ্তর সম্পাদক শান্তা ইসলাম মুন্নি, সহ দপ্তর সম্পাদক রুহানী।
সদস্য:
ফিরোজা বেগম, নাছিমা, নাজমা দেওয়ান, মর্জিনা, বেদনা, কুলছুম, লিমা, সাথী, নাছরিন খাতুন, মাফিয়া, ফরিদা, স্বপ্না, লতা, রহিমা বেগম, ববি হোসেন, মাসুদা, মঞ্চিলা। এছাড়া মাধবি, রিনা নূর, নাজমা বেগমকে উপদেষ্টা করা হয়েছে।