লেবুর অসাধারণ ব্যবহার

মুখ খুবই তেলতেলে? তেলতেলে ত্বকে খুব সহজেই ময়লা আটকে যায়। এতে করে ত্বক কালচে দেখায় ও ব্রণের উপদ্রব বাড়ে। এই সমস্যার সমাধান করবে লেবু।

প্রতিদিন রাতে লেবুর রস একটি তুলোর বলের সাহায্যে ত্বকে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অতিরিক্ত তেলের সমস্যা দূর হয়ে যাবে।

ক্যালসিয়ামের অভাব হলে নখ খুব ভঙ্গুর হয়ে যায় এবং খুব সহজেই নখ ভেঙে যায়। এই সমস্যার সমাধানও করবে লেবু।

অলিভ অয়েল ও লেবুর রস মিশিয়ে নখে ম্যাসেজ করে নিন। এতে করে নখ মজবুত হবে এবং সহজে ভেঙে যাওয়ার হাত থেকেও মুক্তি পাবেন।

আপেল, আলু ইত্যাদি ধরণের ফল ও সবজি কেটে রাখলে কিছুক্ষণের মধ্যেই বাদামী রঙের হয়ে যায় যা দেখতে বিশ্রী লাগে। এক কাজ করুন এই ফল বা সবজি কেটে নিয়ে লেবুর রস মাখিয়ে রাখুন। দেখবেন আর বাদামী হয়ে যাবে না।

ঠোঁটের রঙ অনেক কালচে হয়ে এসেছে এবং ঠোঁটের চামড়াও পুরু হয়ে আছে? খুব ছোট্ট একটি কাজ করুন।

তাজা লেবুর রস চিপে নিয়ে আঙুলের ডগা দিয়ে ঠোঁটে ম্যাসেজ করতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই ঠোঁটের কালচে ভাব দূর হয়ে গোলাপি আভা ফুটে উঠবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর