হাওর বার্তা ডেস্কঃ প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘এই দেশের বিরুদ্ধে তিনি (প্রধান বিচারপতি) যে কথা বলেছেন, তা এক্সপাঞ্জ (প্রত্যাখ্যান) করতে হবে, প্রত্যাহার না করলে এ দেশের মানুষ এগিয়ে আসবে।’
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যুব মহিলা লীগ আয়োজিত এক মানববন্ধনের শিল্পমন্ত্রী একথা বলেন।
এসময় সরকারের প্রবীণ এই মন্ত্রী বলেন, ‘ভুলে গেলে হবে না, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তিনবারের প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতায় আসার পর তাকে নানাভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাকে কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি। তিনি সবকিছুকে উপেক্ষা করে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে তার ওপর কথা বলার সাহস আপনাকে কে দিল? আজকে কী উদাহরণ দিয়া ভীতিপ্রদর্শন করছেন?’
প্রধান বিচারপতিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য যারা মাঠে নেমেছে, আপনি ইতিমধ্যে নিশ্চয়ই তাদের চিনতে পেরেছেন। তারা আপনার বন্ধু নয়, শত্রু।’
মানবন্ধনে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে এবং যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।