হাওর বার্তা ডেস্কঃ ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে আরো এক দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এমনকি এই মাসের শেষ দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, “দেশের মধ্যভাগে মৌসুমি বায়ু সক্রিয়। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ১২৬ মিলিমিটার। ঢাকা ছাড়া ময়মনসিংহে ৬৩ মিলিমিটার, সিলেটে ৯২ মিলিমিটার, খুলনায় ৯ মিলিমিটার, রংপুরে ২৪ মিলিমিটার, রাজশাহীতে ১ মিলিমিটার, চট্টগ্রামে ১ মিলিমিটার ও বরিশালে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।