তরুণ নির্মাতা রিপন মিয়া ইতোমধ্যেই ছোটপর্দা ও বড়পর্দার জন্য নিদের্শনা দিয়েছেন। সম্প্রতি মালয়েশিয়া থেকে বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করলেন। মালোয়েশিয়ার কালানা জয়ায় সম্প্রতি হয়ে গেছে তার সমাবর্তন অনুষ্ঠান।
রিপন মিয়া এ প্রসঙ্গে বলেন, পড়াশুনার পাশাপাশি পরিচালনার কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়া শেষ করে মালয়েশিয়া যাই। সেখানে লিংকন থেকে পাওয়া আন্তর্জাতিক এই ডিগ্রিটা আমার ক্যারিয়ারের জন্য বড় এক অর্জন বলে মনে করছি। বর্তমানে আমি মালয়েশিয়ায়। আমি খুবই আনন্দিত। খুব শিগগিরই দেশে ফিরে ধারাবাহিক নাটক ও একটি চলচ্চিত্রের কাজ শুরু করব।
রিপন মিয়া এর আগে ছোটপর্দার জন্য ‘পারফিউম, কেউ এসেছিলো’, ‘হারানো সুর’, ‘প্রতিশোধ’, ‘তুলকালাম’, ‘আমি নাটক বানতে চাই’ ইত্যাদি নাটক পরিচালনা করেছেন। তবে খুব শিগগিরই মাছরাঙা টেলিভিশনের জন্য ‘আদালত’ ও আরটিভিতে ‘মালয়েশিয়ান চশমা’ নামে দুটি ধারাবাহিক ও ‘মারদাঙ্গা প্রেম’ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করবেন।
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক ডিগ্রি নিলেন নির্মাতা রিপন মিয়া
- Reporter Name
- আপডেট টাইম : ০৮:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫
- ৩৪১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ