ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ৪২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পঞ্চম অধ্যায় স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি অর্থায়ন বহু নির্বাচনী প্রশ্ন

১।        নিচের কোনটি স্বল্পমেয়াদি অর্থসংস্থানের উত্স?

ক) ঋণপত্র                          খ) শেয়ার

গ) ব্যবসায় ঋণ                    ঘ) বন্ড

২।       নিচের কোনটি মজুদ ধারণ ব্যয়?

ক) ডাক খরচ                       খ) গুদাম ভাড়া

গ) ক্রয় আদেশ ব্যয়              ঘ) প্রচারপত্র দেওয়ার ব্যয়

৩।       নিচের কোনটি চলতি সম্পদ বহির্ভূত?

ক) যন্ত্রপাতি                        খ) মজুদ পণ্য

গ) নগদ তহবিল                            ঘ) দেনাদার

৪।       নিচের কোনটি ফরমায়েশ ব্যয়?

ক) বীমা খরচ                      খ) দরপত্র চাওয়া ব্যয়

গ) গুদামজাতকরণ খরচ                   ঘ) মূলধনের সুদ

৫।       চলতি মূলধন ব্যবস্থাপনার কোন নীতিতে স্বল্পমেয়াদি দায় পরিশোধের ঝুঁকি হ্রাস পায়?

ক) সমন্বয়নীতি                     খ) রক্ষণশীল নীতি

গ) কঠোর নীতি                    ঘ) ঝুঁকি-মুনাফানীতি

৬।       বকেয়া খরচ কোন ধরনের অর্থসংস্থানের অন্তর্গত?

ক) দীর্ঘমেয়াদি                     খ) বাহ্যিক

গ) অভ্যন্তরীণ                      ঘ) মধ্যমেয়াদি

৭।       নিচের কোনটি চলতি সম্পদ?

ক) বিবিধ পাওনাদার              খ) বিবিধ দেনাদার

গ) প্রদেয়া বিল                    ঘ) ব্যাংক জমাতিরিক্ত

৮।       চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যকে কী বলে?

ক) নিট চলতি মূলধন             খ) নিট চলতি দায়

গ) চলতি মূলধন                            ঘ) নিট চলতি সম্পদ

৯।       মজুদ পণ্য রূপান্তরের সময় হ্রাস পেলে নিচের কোনটি হ্রাস পাবে?

ক) নগদ বিক্রয়                    খ) নগদ আবর্তন

গ) প্রাপ্য বিল আদায়ের সময়             ঘ) নগদ রূপান্তর চক্র

১০।      নিট চলতি মূলধন নির্ণয়ের সূত্র কোনটি?

ক) চলতি সম্পদ—চলতি দায়

খ) চলতি সম্পদ+প্রদেয় বিল

গ) চলতি সম্পদ—মজুদ পণ্য

ঘ) চলতি সম্পদ+চলতি দায়

১১।

স্বল্পমেয়াদি অর্থায়নের উদ্দেশ্য কোনটি?

ক) ব্যবসায় স্থানান্তর              খ) চলতি ব্যয় মেটানো

গ) যন্ত্রপাতি স্থাপন                          ঘ) ব্যবসায় সম্প্রসারণ

১২।      স্বতঃস্ফূর্ত অর্থায়ন হলো—

i. বকেয়া খরচ

ii. ব্যবসায় ঋণ

iii. ঘূর্ণায়মান ঋণ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                          খ) i ও iii

গ) ii ও iii                        ঘ) i, ii ও iii

১৩।      চলতি সম্পদে বিনিয়োগ যথেষ্ট পরিমাণে না হলে—

i. তারল্য বৃদ্ধি পায়                ii. উত্পাদন বিঘ্নিত হয়                    iii. দেউলিয়াত্ব ঝুঁকি বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                          খ) i ও iii

গ) ii ও iii                        ঘ) i, ii ও iii

১৪।      বাধ্যতামূলক ফি কোন ধরনের ব্যাংক ঋণের ক্ষেত্রে প্রযোজ্য?

ক) ঘূর্ণায়মান ঋণ                            খ) লেনদেন ঋণ

গ) স্বীকৃতিপত্র                      ঘ) ঋণরেখা

১৫।      ৩/১০, নিট ৪০-এর ব্যবসায় ঋণের খরচ কত?

ক) ৩৭.১১%                       খ) ৩২.২২%

গ) ৩১.৩৩%                       ঘ) ৩০.১১%

১৬।      প্রাপ্য বিল প্রস্তুত করে কে?

ক) বিক্রেতা     খ) পাওনাদার

গ) ব্যাংক        ঘ) ক্রেতা

১৭।      ঋণ রেখা কী?

ক) মৌখিক চুক্তি                            খ) আনুষ্ঠানিক চুক্তি

গ) অনানুষ্ঠানিক চুক্তি             ঘ) লিখিত চুক্তি

১৮।      নীলাচল টেক্সটাইল লিমিটেডের ২০১৫ সালে চলতি মোট সম্পদের পরিমাণ ২,৬০,০০০ টাকা, স্থায়ী সম্পত্তি ৩,৬০,০০০ টাকা এবং চলতি দায়ের পরিমাণ ১,৫০,০০০ টাকা। নীলাচল টেক্সটাইল লিমিটেডের চলতি মূলধনের পরিমাণ কত?

ক) ১০০০০০ টাকা                খ) ১১০০০০ টাকা

গ) ৪১০০০০ টাকা                ঘ) ৫২০০০০ টাকা

১৯।      ২/১০, নিট ২০ শর্তে ধারে বিক্রয়ের ক্ষেত্রে কত দিনের মধ্যে অর্থ পরিশোধ করলে ক্রেতা নগদ বাট্টার সুযোগ পাবে?

ক) ২ দিন       খ) ১০ দিন

গ) ২০ দিন     ঘ) ৪০ দিন

২০।     ঘূর্ণায়মান ঋণের সুবিধা হলো—

i. অর্থের বারবার ব্যবহার

ii. নির্দিষ্ট অর্থ ব্যবহার

iii. অর্থের সর্বোচ্চ ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii                        ঘ) i, ii ও iii

২১। সবচেয়ে সহজ অর্থায়নের ধরন কোনটি?

ক) মধ্যমেয়াদি                     খ) লেনদেন ঋণ

গ) স্বল্পমেয়াদি                    ঘ) দীর্ঘমেয়াদি

২২। চলতি সম্পদের প্রধান অংশ কোনটি?

ক) নগদ         খ) ব্যাংক জমা

গ) যন্ত্রপাতি     ঘ) ধার

২৩। নিচের কোনটি জামানতবিহীন অর্থায়নের অন্তর্ভুক্ত?

ক) সম্পদ জমা                              খ) ঋণ রেখা

গ) মজুদ পণ্য বন্ধক              ঘ) প্রাপ্য বিল জমা

২৪। প্রাপ্য হিসাব সৃষ্টি হয় কিভাবে?

ক) নগদে পণ্য ক্রয় করে                   খ) ধারে পণ্য ক্রয় করে

গ) ধারে পণ্য বিক্রয় করে                  ঘ) নগদে পণ্য বিক্রয় করে

 

উত্তর

১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. ক ২৩. খ ২৪. গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র

আপডেট টাইম : ০৩:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ পঞ্চম অধ্যায় স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি অর্থায়ন বহু নির্বাচনী প্রশ্ন

১।        নিচের কোনটি স্বল্পমেয়াদি অর্থসংস্থানের উত্স?

ক) ঋণপত্র                          খ) শেয়ার

গ) ব্যবসায় ঋণ                    ঘ) বন্ড

২।       নিচের কোনটি মজুদ ধারণ ব্যয়?

ক) ডাক খরচ                       খ) গুদাম ভাড়া

গ) ক্রয় আদেশ ব্যয়              ঘ) প্রচারপত্র দেওয়ার ব্যয়

৩।       নিচের কোনটি চলতি সম্পদ বহির্ভূত?

ক) যন্ত্রপাতি                        খ) মজুদ পণ্য

গ) নগদ তহবিল                            ঘ) দেনাদার

৪।       নিচের কোনটি ফরমায়েশ ব্যয়?

ক) বীমা খরচ                      খ) দরপত্র চাওয়া ব্যয়

গ) গুদামজাতকরণ খরচ                   ঘ) মূলধনের সুদ

৫।       চলতি মূলধন ব্যবস্থাপনার কোন নীতিতে স্বল্পমেয়াদি দায় পরিশোধের ঝুঁকি হ্রাস পায়?

ক) সমন্বয়নীতি                     খ) রক্ষণশীল নীতি

গ) কঠোর নীতি                    ঘ) ঝুঁকি-মুনাফানীতি

৬।       বকেয়া খরচ কোন ধরনের অর্থসংস্থানের অন্তর্গত?

ক) দীর্ঘমেয়াদি                     খ) বাহ্যিক

গ) অভ্যন্তরীণ                      ঘ) মধ্যমেয়াদি

৭।       নিচের কোনটি চলতি সম্পদ?

ক) বিবিধ পাওনাদার              খ) বিবিধ দেনাদার

গ) প্রদেয়া বিল                    ঘ) ব্যাংক জমাতিরিক্ত

৮।       চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যকে কী বলে?

ক) নিট চলতি মূলধন             খ) নিট চলতি দায়

গ) চলতি মূলধন                            ঘ) নিট চলতি সম্পদ

৯।       মজুদ পণ্য রূপান্তরের সময় হ্রাস পেলে নিচের কোনটি হ্রাস পাবে?

ক) নগদ বিক্রয়                    খ) নগদ আবর্তন

গ) প্রাপ্য বিল আদায়ের সময়             ঘ) নগদ রূপান্তর চক্র

১০।      নিট চলতি মূলধন নির্ণয়ের সূত্র কোনটি?

ক) চলতি সম্পদ—চলতি দায়

খ) চলতি সম্পদ+প্রদেয় বিল

গ) চলতি সম্পদ—মজুদ পণ্য

ঘ) চলতি সম্পদ+চলতি দায়

১১।

স্বল্পমেয়াদি অর্থায়নের উদ্দেশ্য কোনটি?

ক) ব্যবসায় স্থানান্তর              খ) চলতি ব্যয় মেটানো

গ) যন্ত্রপাতি স্থাপন                          ঘ) ব্যবসায় সম্প্রসারণ

১২।      স্বতঃস্ফূর্ত অর্থায়ন হলো—

i. বকেয়া খরচ

ii. ব্যবসায় ঋণ

iii. ঘূর্ণায়মান ঋণ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                          খ) i ও iii

গ) ii ও iii                        ঘ) i, ii ও iii

১৩।      চলতি সম্পদে বিনিয়োগ যথেষ্ট পরিমাণে না হলে—

i. তারল্য বৃদ্ধি পায়                ii. উত্পাদন বিঘ্নিত হয়                    iii. দেউলিয়াত্ব ঝুঁকি বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                          খ) i ও iii

গ) ii ও iii                        ঘ) i, ii ও iii

১৪।      বাধ্যতামূলক ফি কোন ধরনের ব্যাংক ঋণের ক্ষেত্রে প্রযোজ্য?

ক) ঘূর্ণায়মান ঋণ                            খ) লেনদেন ঋণ

গ) স্বীকৃতিপত্র                      ঘ) ঋণরেখা

১৫।      ৩/১০, নিট ৪০-এর ব্যবসায় ঋণের খরচ কত?

ক) ৩৭.১১%                       খ) ৩২.২২%

গ) ৩১.৩৩%                       ঘ) ৩০.১১%

১৬।      প্রাপ্য বিল প্রস্তুত করে কে?

ক) বিক্রেতা     খ) পাওনাদার

গ) ব্যাংক        ঘ) ক্রেতা

১৭।      ঋণ রেখা কী?

ক) মৌখিক চুক্তি                            খ) আনুষ্ঠানিক চুক্তি

গ) অনানুষ্ঠানিক চুক্তি             ঘ) লিখিত চুক্তি

১৮।      নীলাচল টেক্সটাইল লিমিটেডের ২০১৫ সালে চলতি মোট সম্পদের পরিমাণ ২,৬০,০০০ টাকা, স্থায়ী সম্পত্তি ৩,৬০,০০০ টাকা এবং চলতি দায়ের পরিমাণ ১,৫০,০০০ টাকা। নীলাচল টেক্সটাইল লিমিটেডের চলতি মূলধনের পরিমাণ কত?

ক) ১০০০০০ টাকা                খ) ১১০০০০ টাকা

গ) ৪১০০০০ টাকা                ঘ) ৫২০০০০ টাকা

১৯।      ২/১০, নিট ২০ শর্তে ধারে বিক্রয়ের ক্ষেত্রে কত দিনের মধ্যে অর্থ পরিশোধ করলে ক্রেতা নগদ বাট্টার সুযোগ পাবে?

ক) ২ দিন       খ) ১০ দিন

গ) ২০ দিন     ঘ) ৪০ দিন

২০।     ঘূর্ণায়মান ঋণের সুবিধা হলো—

i. অর্থের বারবার ব্যবহার

ii. নির্দিষ্ট অর্থ ব্যবহার

iii. অর্থের সর্বোচ্চ ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii                        ঘ) i, ii ও iii

২১। সবচেয়ে সহজ অর্থায়নের ধরন কোনটি?

ক) মধ্যমেয়াদি                     খ) লেনদেন ঋণ

গ) স্বল্পমেয়াদি                    ঘ) দীর্ঘমেয়াদি

২২। চলতি সম্পদের প্রধান অংশ কোনটি?

ক) নগদ         খ) ব্যাংক জমা

গ) যন্ত্রপাতি     ঘ) ধার

২৩। নিচের কোনটি জামানতবিহীন অর্থায়নের অন্তর্ভুক্ত?

ক) সম্পদ জমা                              খ) ঋণ রেখা

গ) মজুদ পণ্য বন্ধক              ঘ) প্রাপ্য বিল জমা

২৪। প্রাপ্য হিসাব সৃষ্টি হয় কিভাবে?

ক) নগদে পণ্য ক্রয় করে                   খ) ধারে পণ্য ক্রয় করে

গ) ধারে পণ্য বিক্রয় করে                  ঘ) নগদে পণ্য বিক্রয় করে

 

উত্তর

১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. খ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. ক ২৩. খ ২৪. গ।