ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অনিবন্ধিত সিম বিক্রি বন্ধে মাঠে নামছে মোবাইল কোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫
  • ৫৩৪ বার

অনিবন্ধিত সিম বিক্রি বন্ধে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একটি চিঠি ড্রাফট করেছি, যেটি মন্ত্রণালয়ের মাধ্যমে যাবে, মোবাইল কোর্ট যেন বিভিন্ন জায়গায় তাদের কাজ শুরু করে।
আজ রবিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে’ এসব কথা বলেন।
বাজারে যত্রতত্র অনিবন্ধিত সিম বিক্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, কিছুদিন আগে জিপিও এলাকায় পরিদর্শনে গিয়ে দেখেছি অবৈধ আনরেজিস্টার্ড সিম বিক্রি হচ্ছে, এ বিষয়ে আমি ঘোষণা দিয়েছিলাম পাঁচ দিনের মধ্যে কাজ শুরু করব।
তিনি বলেন, বিটিআরসির একটি মোবাইল টিম আছে। সেই টিম যেন সাতদিনের একটি ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেয়, যে আনরেজিস্টার্ড সিম আছে এবং বিক্রি হচ্ছে তা তারা বাজেয়াপ্ত করবে এবং আমরা এর সূত্রটি ধরতে চাই কোন রিটেইলারের মাধ্যমে আনরেজিস্টার্ড সিম বিক্রি হয়েছে এই সমস্ত দোকানে।
অভিযান চালাতে মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদেরও চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।
তারানা হালিম বলেন, ঢাকা শহরে যে ক্র্যাশ প্রোগ্রাম করা হবে সে রকম ডিসিরা তাদের এলাকায় অবৈধ সিম বাজেয়াপ্ত করবেন। মোবাইল কোর্টের মাধ্যমে যে জরিমানা ও শাস্তির বিধানগুলো আছে তা যেন কার্যকরভাবে প্রয়োগ করা হয়।
গত বছর মোবাইল ফোন অপারেটরগুলোর অনিবন্ধিত সব সিম বন্ধ করতে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
বিটিআরসি, বিটিআরসির চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিবসহ গ্রামীণফোন, বাংলালিঙ্ক, টেলিটক, রবি, এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবিলম্বে এই আদেশ বাস্তবায়ন করতেও বলা হয়েছিল।
বিটিআরসির নীতিমালাকে তোয়াক্কা না করে অলিগলি থেকে শুরু করে সর্বত্র (ফ্লেক্সিলোডের দোকানে) বিক্রি নিবন্ধনহীন সিমের মাধ্যমে বিভিন্ন অপরাধ হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
শোক দিবসের ওপর আলোচনায় প্রতিমন্ত্রী তারানা বলেন, আমরা যদি কর্মদক্ষ বিভাগ এবং দুর্নীতির ঊর্দ্ধে উঠে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তখন সেই মন্ত্রণালয় সাফল্যমণ্ডিত হতে বাধ্য। আমরা এটিই দেখতে চাই এবং এটিই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস, মো. আহসান হাবিব খানসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অনিবন্ধিত সিম বিক্রি বন্ধে মাঠে নামছে মোবাইল কোর্ট

আপডেট টাইম : ১০:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫

অনিবন্ধিত সিম বিক্রি বন্ধে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একটি চিঠি ড্রাফট করেছি, যেটি মন্ত্রণালয়ের মাধ্যমে যাবে, মোবাইল কোর্ট যেন বিভিন্ন জায়গায় তাদের কাজ শুরু করে।
আজ রবিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে’ এসব কথা বলেন।
বাজারে যত্রতত্র অনিবন্ধিত সিম বিক্রি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, কিছুদিন আগে জিপিও এলাকায় পরিদর্শনে গিয়ে দেখেছি অবৈধ আনরেজিস্টার্ড সিম বিক্রি হচ্ছে, এ বিষয়ে আমি ঘোষণা দিয়েছিলাম পাঁচ দিনের মধ্যে কাজ শুরু করব।
তিনি বলেন, বিটিআরসির একটি মোবাইল টিম আছে। সেই টিম যেন সাতদিনের একটি ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেয়, যে আনরেজিস্টার্ড সিম আছে এবং বিক্রি হচ্ছে তা তারা বাজেয়াপ্ত করবে এবং আমরা এর সূত্রটি ধরতে চাই কোন রিটেইলারের মাধ্যমে আনরেজিস্টার্ড সিম বিক্রি হয়েছে এই সমস্ত দোকানে।
অভিযান চালাতে মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদেরও চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।
তারানা হালিম বলেন, ঢাকা শহরে যে ক্র্যাশ প্রোগ্রাম করা হবে সে রকম ডিসিরা তাদের এলাকায় অবৈধ সিম বাজেয়াপ্ত করবেন। মোবাইল কোর্টের মাধ্যমে যে জরিমানা ও শাস্তির বিধানগুলো আছে তা যেন কার্যকরভাবে প্রয়োগ করা হয়।
গত বছর মোবাইল ফোন অপারেটরগুলোর অনিবন্ধিত সব সিম বন্ধ করতে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
বিটিআরসি, বিটিআরসির চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিবসহ গ্রামীণফোন, বাংলালিঙ্ক, টেলিটক, রবি, এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবিলম্বে এই আদেশ বাস্তবায়ন করতেও বলা হয়েছিল।
বিটিআরসির নীতিমালাকে তোয়াক্কা না করে অলিগলি থেকে শুরু করে সর্বত্র (ফ্লেক্সিলোডের দোকানে) বিক্রি নিবন্ধনহীন সিমের মাধ্যমে বিভিন্ন অপরাধ হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
শোক দিবসের ওপর আলোচনায় প্রতিমন্ত্রী তারানা বলেন, আমরা যদি কর্মদক্ষ বিভাগ এবং দুর্নীতির ঊর্দ্ধে উঠে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তখন সেই মন্ত্রণালয় সাফল্যমণ্ডিত হতে বাধ্য। আমরা এটিই দেখতে চাই এবং এটিই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস, মো. আহসান হাবিব খানসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।