হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভিলেন্স অ্যান্ড সোস্যাল মেডিসিনের (নিপসম) মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক বে-নজির আহমেদ বলেছেন, আমরা ২০২০ সালের মধ্যে দেশের সব কুকুরের তিন রাউন্ড টিকা দেবো। এতে কুকুর মানুষকে কামড়াবে না। এভাবে ২০২২ সালের মধ্যে বাংলাদেশ জলাতঙ্ক মুক্ত হবে।
শনিবার বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ (পিডব্লিউডি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, সারাদেশে ১২ থেকে ১৬ লাখ কুকুর রয়েছে। আমরা এই বছরের মধ্যে ৭০ শতাংশ কুকুরকে জলাতঙ্ক টিকা দিয়ে দেবো। আগামী ২০১৮-১৯ সালের মধ্যে প্রায় শেষ হবে। এরপরের বছর অর্থাৎ ২০২০ সালের মধ্যে সব কুকুরকে তিন রাউন্ড টিকা দেওয়া সম্পন্ন হবে।
তিনি বলেন, কুকুর আদৌ জলাতঙ্কের কারণ নয়, মিথ্যা অজুহাতে অবাধে কুকুর নিধন করা হয়। এটা ঠিক নয়।
কুকুরকে টিকা দিলে সেই কুকুর কাউকেই কামড়াবে না। পিডব্লিউডি আয়োজিত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পিডব্লিউডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রোজিনা আলিয়া আহমেদ, হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের আবাসিক প্রতিনিধি মায়া বারলো রিজভী, পিডব্লিউডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল হক এমিল প্রমুখ।