হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। তাঁর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও পরে তিনি চলচ্চিত্রে একজন জননন্দিত শিল্পী হয়ে উঠেন। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন এবং সবকয়টিই ছিল ব্যবসাসফল।তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন। অভিযোগ উঠে যে, তাকে হত্যা করা হয়; কিন্তু তার সিলিং ফ্যানে ফাঁসিতে হত্যাকান্ডের কোনো আইনী সুরাহা শেষ পর্যন্ত হয়নি।
মৃত্যুর ২১ বছর পরও তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু নিয়েও আছে রহস্য। আদৌ কি তিনি আত্মহত্যা করেছেন? নাকি খুন হয়েছেন? সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। তবে সালমানের পরিবার ও ভক্তরা বরাবরই দাবি করে আসছেন, তাকে খুন করা হয়েছে।
প্রয়াত সালমান শাহ্’র ‘মা’ নীলা চৌধুরী ছেলের মৃত্যুর ২১ বছর হয়ে গেলেও আজও বিচারের দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। গত ১৪ আগস্ট নিজের ফেসবুক ওয়ালে একটি বার্তা পোষ্ট করেন নীলা চৌধুরী। যেখানে লিখেছেন, ”আসসালামু আলাইকুম, আমি সকল শিল্পী, অভিনেতা, অভিনেত্রীদের সাথে বসতে চাই। কখন কিভাবে বসা যায় আমার সাথে। শাকিবকে বলছি আমার সাথে কথা বলো। তোমরা আমার সালমান শাহ্’র মত আমার কাছে মূল্যবান। আমি বর্তমান প্রজন্মের সকলের সাথে বসতে চাই।”
নীলা চৌধুরীর স্ট্যাটাসের প্রক্ষিতে আরিফিন শুভ বলেন, ‘আজ যদি সালমান শাহ বেঁচে থাকতেন আর আমাদের (শিল্পী) ডাকতেন তাহলে বিষয়টা কেমন হতো? আজ সালমান শাহ সেই। কিন্তু তার মা বেঁচে আছেন। আন্টি (নীলা চৌধুরী) ডেকেছেন নিঃসন্দেহে আমি যাবো। একজন মা ডেকেছেন আমি যাবো’।
চিত্রনায়ক আরিফিন শুভ প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের লাখো কোটি ভক্তের মধ্যের অন্যতম। ‘ও আমার বন্ধু গো’ শিরোনামের এই অনুষ্ঠানে থাকছে সালমান শাহকে নিয়ে এক্সক্লুসিভ কিছু তথ্যচিত্র, ছবি এবং সালমান শাহ ভক্তদের জন্য নতুন কিছু চমক।
সম্প্রতি একটি অনুষ্ঠান সঞ্চালনার ঝরঝর করে কাঁদতে থাকেন তিনি। কান্না থামিয়ে এক সময় গেয়ে ওঠেন, “ডিয়ার সালমান শাহ, ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো।
উল্লেখ্য শুভ বিনোদন জগতে পা রাখেন মডেলিং দিয়ে। পরবর্তীতে কাজ করেন নাটকে। তিনি জাগো চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রের ভুবনে পা রাখেন। তিনি একজন খলনায়ক হিসেবে প্রথমবারের মত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে শাকিব খান ও জয়া আহসানের সাথে অভিনয় করেন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকমহল থেকে ব্যাপক প্রশংসা পান।