হাওর বার্তা ডেস্কঃ এসি থেকে বেরিয়ে ইঁদুর ধরলো সাপ। এক ভিডিওতে দেখা গেছে এই দৃশ্য। টুইটারে দাবি করা হয়েছে, মুম্বইয়ের এক হোটেলে ভিডিওটি ধারণ করা হয়েছে। সত্যিই কি তাই?
ভিডিওটা দেখলে আতকে উঠবেন যে কেউ। হোটেল রুমে থাকা এসি থেকে হঠাৎ মাথা বের করে একটি ইঁদুরকে কামড়ে ধরলো এক সাপ। এরপর ধীরে ধীরে সেটিকে নিয়ে গেল এসির মধ্যে। মোটের উপর, সেই ভিডিও নাকি ভারতের বাণিজ্য নগরী মুম্বইয়ে করা।
আসলে অভিজ্ঞ সাংবাদিক ডেভিড অ্যাটেনবোরোর নামে করা একটি প্যারোডি টুইটার একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়। কিন্তু ভারতের সংবাদপত্র হিন্দুস্থান টাইমস দাবি করেছে, ভিডিওটি মোটেই মুম্বইয়ের কোনো হোটেলের নয়। বরং ইউটিউবে দেখা ভিডিওটির বর্ধিত সংস্করণ দেখে অনেকে মনে করছেন ঘটনা চীনের হতে পারে।
সূত্র : ডিডাব্লিউ