ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে কোরবানির পশুর ১৬ হাটের ইজারা চূড়ান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ঈদুল আযহায় রাজধানীতে বসতে যাওয়া ২২টি অস্থায়ী কোরবানির পশুর হাটের মধ্যে ১৬টির ইজারা চূড়ান্ত করেছে দুই সিটি করপোরেশন। কাঙ্ক্ষিত দরের অর্ধেকেরও কম পাওয়া পাঁচ হাটের সঙ্গে কোনো দরপত্রই জমা পড়েনি বাকি এক হাটে। আর এই ছয় হাটে সিন্ডিকেটের কারণেই এমনটা হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তবে আগামী সপ্তাহের মধ্যেই এই ৬ হাটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত (ইজারা দেয়া কিংবা না দেয়া) হবে বলে দায়িত্বশীল কর্মকর্তারা হাওর বার্তাকে নিশ্চিত করেছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১৩টি অস্থায়ী কোরবানির পশুর হাটের মধ্যে ৮টিতে ইজারা চূড়ান্ত হয়েছে। যার মধ্যে মেরাদিয়া বাজার হাট ১ কোটি ১ লাখ ৫৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন ডিএসসিসির ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. শরীফ, উত্তর শাজাহানপুরের খিলগাঁও রেলগেট সংলগ্ন মৈত্রীসংঘের মাঠের পশুর হাট ৮ লাখ ১ হাজার টাকায় ইজারা পেয়েছেন ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ, হাজারীবাগের হাট ৯০ লাখ টাকায় ইজারা পেয়েছেন থানা আওয়ামী লীগের নেতা অহিদুর রহমান ওয়াকিব, রহমতগঞ্জ খেলার মাঠের হাট ১০ লাখ ৬ হাজার ৫শ টাকায় ইজারা পেয়েছেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা হাজী শফি মাহমুদ, কামরাঙ্গীরচর চেয়ারম্যান বাড়ির হাট ৫ লাখ ২০ হাজার টাকায় ইজারা পেয়েছেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন সরকার, পোস্তগোলা শ্মশানঘাটের পাশের হাট ৩৫ লাখ ১৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন শ্যামপুর থানা আওয়ামী লীগ নেতা মইন উদ্দিন চিশতি।

এছাড়া শ্যামপুর বালুর মাঠের হাট ১ কোটি ৩৩ লাখ টাকায় মাসুক রহমান ও দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গার হাট ২ কোটি ২০ লাখ টাকায় আবুল কালাম আজাদ ইজারা পেয়েছেন। ধুপখোলার ইস্ট অ্যান্ড ক্লাব মাঠের হাটের ইজারা মূল্য ছিল ৬১ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। এখানে মো. শামসুজ্জোহা সর্বোচ্চ ৬১ লাখ ৫০ হাজার টাকায় দরপত্র জমা দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, শামসুজ্জোহা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদেও জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পেশায় তিনি সেনেটারি ব্যবসায়ী। সাদেক হোসেন খোকা খেলার মাঠের হাটে কোনো দরপত্র জমা হয়নি।

ব্রাদার্স ইউনিয়ন-সংলগ্ন বালুর মাঠের হাটের দর ১ কোটি ০৪ লাখ ৩৯ হাজার ৪২৭ টাকা নির্ধারণ করা হলেও সর্বোচ্চ দর পাওয়া গেছে ৬২ লাখ টাকা। আরমানিটোলা খেলার মাঠের হাটের দর ৪ কোটি ৮৬ লাখ ৩৬ হাজার ৬৭০ টাকা নির্ধারণ করা হলেও সর্বোচ্চ দর উঠেছে ১ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা এবং কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গায় ৪৭ হাজার ৭৬ হাজার ১৭৩ টাকার বিপরীতে ১৫ লাখ ৫০ হাজার টাকার সর্বোচ্চ দর পাওয়া গেছে।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী হাওর বার্তাকে বলেন, আমরা দুই দফা দরপত্র আহ্বান করেছিলাম। প্রথমে ৮টা চূড়ান্ত করেছিলাম। ২য় দফায় আরও একটিতে কাঙ্ক্ষিত দর পাওয়া গেছে। বাকি চার হাটে কাঙ্ক্ষিত দরের অনেক কম পাওয়া গেছে। আগামী সপ্তাহের মধ্যেই এসব হাটের ইজারার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৯টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ৭টিতে চূড়ান্ত হয়েছে। খিলক্ষেত ৩০০ ফুট সড়ক সংলগ্ন হাটের ইজারা পেয়েছেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. কেরাতম আলী দেওয়ান, বাড্ডার আফতাবনগর হাটের ইজারা পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আবদুর রহমান রুবেল, উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর গোলচত্বর সংলগ্ন খালি জায়গার হাটের ইজারা পেয়েছেন দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিক, ভাটারা সাঈদনগর পশুর হাটের ইজারা পেয়েছেন গুলশান থানা আওয়ামী লীগের নেতা মোজাফফর হোসেন, বসিলা পুলিশ লাইন্সের জায়গার হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি মো. শাহ আলম, মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গার হাটের ইজারা পেয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মাহমুদ ও মিরপুরের ডিওএইচএস সংলগ্ন উত্তর পাশের খালি জায়গার হাটের ইজারা পেয়েছেন আওয়ামী লীগ নেতা ইমরান উদ্দিন মোল্লা।

প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম হাওর বার্তাকে বলেন, সাতটি হাটের ইজারাদার চূড়ান্ত হয়েছে। বনরূপা ও আশিয়ান সিটির পশুর হাটের ইজারা চূড়ান্ত হয়নি। বনরুপার হাটে ৫১ লাখ এবং আশিয়ান সিটির হাটে ৫৩ লাখ টাকা সর্বোচ্চ দর পাওয়া গেছে। আমরা স্থানীয় সরকার মন্ত্রনালয়ে বিষয়টি জানিয়েছি। এই দু’হাটের বিষয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত দিবে মন্ত্রণালয়।

এই দুই হাটে বরাবরই ইজারা নিয়ে সমস্যা হয়। এখানে কী কোনো সিন্ডিকেট রয়েছে? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না। আমরা এমন কোনো অভিযোগ পাইনি। নির্ধারিত মূল্য না ওঠায় আমরা ইজারা দেইনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রাজধানীতে কোরবানির পশুর ১৬ হাটের ইজারা চূড়ান্ত

আপডেট টাইম : ০২:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ঈদুল আযহায় রাজধানীতে বসতে যাওয়া ২২টি অস্থায়ী কোরবানির পশুর হাটের মধ্যে ১৬টির ইজারা চূড়ান্ত করেছে দুই সিটি করপোরেশন। কাঙ্ক্ষিত দরের অর্ধেকেরও কম পাওয়া পাঁচ হাটের সঙ্গে কোনো দরপত্রই জমা পড়েনি বাকি এক হাটে। আর এই ছয় হাটে সিন্ডিকেটের কারণেই এমনটা হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তবে আগামী সপ্তাহের মধ্যেই এই ৬ হাটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত (ইজারা দেয়া কিংবা না দেয়া) হবে বলে দায়িত্বশীল কর্মকর্তারা হাওর বার্তাকে নিশ্চিত করেছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১৩টি অস্থায়ী কোরবানির পশুর হাটের মধ্যে ৮টিতে ইজারা চূড়ান্ত হয়েছে। যার মধ্যে মেরাদিয়া বাজার হাট ১ কোটি ১ লাখ ৫৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন ডিএসসিসির ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. শরীফ, উত্তর শাজাহানপুরের খিলগাঁও রেলগেট সংলগ্ন মৈত্রীসংঘের মাঠের পশুর হাট ৮ লাখ ১ হাজার টাকায় ইজারা পেয়েছেন ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ, হাজারীবাগের হাট ৯০ লাখ টাকায় ইজারা পেয়েছেন থানা আওয়ামী লীগের নেতা অহিদুর রহমান ওয়াকিব, রহমতগঞ্জ খেলার মাঠের হাট ১০ লাখ ৬ হাজার ৫শ টাকায় ইজারা পেয়েছেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা হাজী শফি মাহমুদ, কামরাঙ্গীরচর চেয়ারম্যান বাড়ির হাট ৫ লাখ ২০ হাজার টাকায় ইজারা পেয়েছেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন সরকার, পোস্তগোলা শ্মশানঘাটের পাশের হাট ৩৫ লাখ ১৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন শ্যামপুর থানা আওয়ামী লীগ নেতা মইন উদ্দিন চিশতি।

এছাড়া শ্যামপুর বালুর মাঠের হাট ১ কোটি ৩৩ লাখ টাকায় মাসুক রহমান ও দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গার হাট ২ কোটি ২০ লাখ টাকায় আবুল কালাম আজাদ ইজারা পেয়েছেন। ধুপখোলার ইস্ট অ্যান্ড ক্লাব মাঠের হাটের ইজারা মূল্য ছিল ৬১ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। এখানে মো. শামসুজ্জোহা সর্বোচ্চ ৬১ লাখ ৫০ হাজার টাকায় দরপত্র জমা দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, শামসুজ্জোহা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদেও জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পেশায় তিনি সেনেটারি ব্যবসায়ী। সাদেক হোসেন খোকা খেলার মাঠের হাটে কোনো দরপত্র জমা হয়নি।

ব্রাদার্স ইউনিয়ন-সংলগ্ন বালুর মাঠের হাটের দর ১ কোটি ০৪ লাখ ৩৯ হাজার ৪২৭ টাকা নির্ধারণ করা হলেও সর্বোচ্চ দর পাওয়া গেছে ৬২ লাখ টাকা। আরমানিটোলা খেলার মাঠের হাটের দর ৪ কোটি ৮৬ লাখ ৩৬ হাজার ৬৭০ টাকা নির্ধারণ করা হলেও সর্বোচ্চ দর উঠেছে ১ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা এবং কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গায় ৪৭ হাজার ৭৬ হাজার ১৭৩ টাকার বিপরীতে ১৫ লাখ ৫০ হাজার টাকার সর্বোচ্চ দর পাওয়া গেছে।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী হাওর বার্তাকে বলেন, আমরা দুই দফা দরপত্র আহ্বান করেছিলাম। প্রথমে ৮টা চূড়ান্ত করেছিলাম। ২য় দফায় আরও একটিতে কাঙ্ক্ষিত দর পাওয়া গেছে। বাকি চার হাটে কাঙ্ক্ষিত দরের অনেক কম পাওয়া গেছে। আগামী সপ্তাহের মধ্যেই এসব হাটের ইজারার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৯টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ৭টিতে চূড়ান্ত হয়েছে। খিলক্ষেত ৩০০ ফুট সড়ক সংলগ্ন হাটের ইজারা পেয়েছেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. কেরাতম আলী দেওয়ান, বাড্ডার আফতাবনগর হাটের ইজারা পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আবদুর রহমান রুবেল, উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর গোলচত্বর সংলগ্ন খালি জায়গার হাটের ইজারা পেয়েছেন দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিক, ভাটারা সাঈদনগর পশুর হাটের ইজারা পেয়েছেন গুলশান থানা আওয়ামী লীগের নেতা মোজাফফর হোসেন, বসিলা পুলিশ লাইন্সের জায়গার হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি মো. শাহ আলম, মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গার হাটের ইজারা পেয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মাহমুদ ও মিরপুরের ডিওএইচএস সংলগ্ন উত্তর পাশের খালি জায়গার হাটের ইজারা পেয়েছেন আওয়ামী লীগ নেতা ইমরান উদ্দিন মোল্লা।

প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম হাওর বার্তাকে বলেন, সাতটি হাটের ইজারাদার চূড়ান্ত হয়েছে। বনরূপা ও আশিয়ান সিটির পশুর হাটের ইজারা চূড়ান্ত হয়নি। বনরুপার হাটে ৫১ লাখ এবং আশিয়ান সিটির হাটে ৫৩ লাখ টাকা সর্বোচ্চ দর পাওয়া গেছে। আমরা স্থানীয় সরকার মন্ত্রনালয়ে বিষয়টি জানিয়েছি। এই দু’হাটের বিষয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত দিবে মন্ত্রণালয়।

এই দুই হাটে বরাবরই ইজারা নিয়ে সমস্যা হয়। এখানে কী কোনো সিন্ডিকেট রয়েছে? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না। আমরা এমন কোনো অভিযোগ পাইনি। নির্ধারিত মূল্য না ওঠায় আমরা ইজারা দেইনি।