আইনের শাসন মানে না আওয়ামী লীগ

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগ আইনের শাসন মানে না। তারা আইনের শাসনকে বন্ধ করেছে, দুর্নীতি করছে।

সোমবার (১৪ আগস্ট) সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

রিজভী আহমেদ বলেন, ‘প্রধান বিচারপতি তো মিথ্যা কথা বলেননি। তিনি সত্য কথাই বলেছেন। আওয়ামী লীগ আইনের শাসন মানে না। তারা আইনের শাসনকে বন্ধ করেছে। আর সাবেক বিচারপতি খায়রুল হক এই রায়ের বিরুদ্ধে দালালি করছেন। এর কারণ তিনি দলীয় রাজনীতির ঠিকাদার। দশ লাখ টাকার চেক আর আইন কমিশনের চাকরির জন্য তিনি আত্মা বিক্রি করেছেন।’

এসময় তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ চাচ্ছে এক দল, এক দেশ, এক নেত্রী, এক বাকশাল। কিন্তু  প্রধান বিচারপতি বলেছেন, কারো একক নেতৃত্বে দেশ স্বাধীন হয়নি। তিনি কি মিথ্যা কথা বলেছেন! তাহলে ভাসানি, অলি আহাদ, মোজাফফর আহমেদ তারা কী করেছেন?’

বিএনপি কর্মীদের উপর মামলা প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, ‘দোয়া মাহফিল থেকে নিরীহ মানুষকে পুলিশ গ্রেফতার করছে। মামলা দিয়েছে, পুলিশ এত সাহস দেখাতে পারে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে? যেদিন ফখরুদ্দিন-মইনুদ্দিন শেখ হাসিনাকে গ্রেফতার করে নিয়ে যায় সেদিন কই ছিল পুলিশের এত সাহস?’

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ জোর করে আদালতের রায় পাল্টে দিতে চাচ্ছে। এটা হতে পারে না। তারা কী চায়? গণতন্ত্র ধ্বংস করে দিতে চায়? একদলীয় শাসন কয়েম করতে চায়?

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর