ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শুরু হচ্ছে প্রতিযোগিতা, কে হবে নতুন মুখ সালমান শাহ্‌

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। তাঁর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন । টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও পরে তিনি চলচ্চিত্রে একজন জননন্দিত শিল্পী হয়ে উঠেন। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন এবং সবকয়টিই ছিল ব্যবসাসফল।তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন । অভিযোগ উঠে যে, তাকে হত্যা করা হয়; কিন্তু তার সিলিং ফ্যানে ফাঁসিতে হত্যাকান্ডের কোনো আইনী সুরাহা শেষ পর্যন্ত হয়নি।

মৃত্যুর ২১ বছর পরও তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু নিয়েও আছে রহস্য। আদৌ কি তিনি আত্মহত্যা করেছেন? নাকি খুন হয়েছেন? সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। তবে সালমানের পরিবার ও ভক্তরা বরাবরই দাবি করে আসছেন, তাকে খুন করা হয়েছে। সালমান শাহ-র এমন ঘটনাবহুল জীবনকে বড়পর্দায় তুলে আনছেন অনন্য মামুন।

ছবির নাম ‘আমাদের সালমান শাহ্‌’। গতকাল ১৩ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে। ছবির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাসে।

সালমান শাহ্‌র চরিত্রে কে অভিনয় করবেন? অনন্য মামুন বলেন, ‘সালমান শাহ্‌র চরিত্রের জন্য আমরা জনপ্রিয় কোনো তারকা কিংবা পরিচিত কাউকে নিতে চাচ্ছি না। এই চরিত্রে আমরা দর্শকদের একটি নতুন মুখ উপহার দিতে চাই। অন্য চরিত্রগুলোর জন্যও তা–ই ভাবছি। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এরই মধ্যে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে। শিগগিরই এই প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিল্পীদের নির্বাচন করব। এরপর তাদেরকে নিয়ে কর্মশালার আয়োজন করা হবে।’

সালমান শাহ্‌র মৃত্যু নিয়ে এখনো নানা কথা শোনা যাচ্ছে। রয়েছে অসংখ্য অভিযোগ। সালমান শাহ্‌র ব্যক্তিগত জীবন নয়, আমরা হিরো সালমান শাহ্‌কে দর্শকদের কাছে তুলে ধরা হবে । তিনি কীভাবে মারা গেলেন, তার মৃত্যুর জন্য কে কে দায়ি—এসব  ছবির বিষয় নয়।  এমন একজন সালমান শাহ্‌কে তুলে ধরা হচ্ছে , যিনি চলচ্চিত্রে এসে অল্প সময়ে দর্শকের হৃদয়ে নিজের মজবুত আসন তৈরি করতে পেরেছিলেন। মৃত্যুর ২১ বছর পর তিনি এখনো সমান জনপ্রিয়। দর্শকদের ওই সময়টাতে নিয়ে যেতে চান পরিচালক ।

‘আমাদের সালমান শাহ্‌’ ছবির কাহিনি লিখেছেন ইয়াসির আরাফাত, চিত্রনাট্য লেখার দায়িত্ব দেওয়া হয়েছে ছটকু আহমেদকে। প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

উল্লেখ্য সালমান শাহ ১৯৭১ সালে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন, এবং তাঁর রাশি ছিল বৃশ্চিক। তাঁর পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। যদিও তাঁর জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে ‘সালমান শাহ’ বলেই পরিচিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুরু হচ্ছে প্রতিযোগিতা, কে হবে নতুন মুখ সালমান শাহ্‌

আপডেট টাইম : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। তাঁর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন । টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও পরে তিনি চলচ্চিত্রে একজন জননন্দিত শিল্পী হয়ে উঠেন। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন এবং সবকয়টিই ছিল ব্যবসাসফল।তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন । অভিযোগ উঠে যে, তাকে হত্যা করা হয়; কিন্তু তার সিলিং ফ্যানে ফাঁসিতে হত্যাকান্ডের কোনো আইনী সুরাহা শেষ পর্যন্ত হয়নি।

মৃত্যুর ২১ বছর পরও তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু নিয়েও আছে রহস্য। আদৌ কি তিনি আত্মহত্যা করেছেন? নাকি খুন হয়েছেন? সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। তবে সালমানের পরিবার ও ভক্তরা বরাবরই দাবি করে আসছেন, তাকে খুন করা হয়েছে। সালমান শাহ-র এমন ঘটনাবহুল জীবনকে বড়পর্দায় তুলে আনছেন অনন্য মামুন।

ছবির নাম ‘আমাদের সালমান শাহ্‌’। গতকাল ১৩ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে। ছবির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাসে।

সালমান শাহ্‌র চরিত্রে কে অভিনয় করবেন? অনন্য মামুন বলেন, ‘সালমান শাহ্‌র চরিত্রের জন্য আমরা জনপ্রিয় কোনো তারকা কিংবা পরিচিত কাউকে নিতে চাচ্ছি না। এই চরিত্রে আমরা দর্শকদের একটি নতুন মুখ উপহার দিতে চাই। অন্য চরিত্রগুলোর জন্যও তা–ই ভাবছি। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এরই মধ্যে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে। শিগগিরই এই প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিল্পীদের নির্বাচন করব। এরপর তাদেরকে নিয়ে কর্মশালার আয়োজন করা হবে।’

সালমান শাহ্‌র মৃত্যু নিয়ে এখনো নানা কথা শোনা যাচ্ছে। রয়েছে অসংখ্য অভিযোগ। সালমান শাহ্‌র ব্যক্তিগত জীবন নয়, আমরা হিরো সালমান শাহ্‌কে দর্শকদের কাছে তুলে ধরা হবে । তিনি কীভাবে মারা গেলেন, তার মৃত্যুর জন্য কে কে দায়ি—এসব  ছবির বিষয় নয়।  এমন একজন সালমান শাহ্‌কে তুলে ধরা হচ্ছে , যিনি চলচ্চিত্রে এসে অল্প সময়ে দর্শকের হৃদয়ে নিজের মজবুত আসন তৈরি করতে পেরেছিলেন। মৃত্যুর ২১ বছর পর তিনি এখনো সমান জনপ্রিয়। দর্শকদের ওই সময়টাতে নিয়ে যেতে চান পরিচালক ।

‘আমাদের সালমান শাহ্‌’ ছবির কাহিনি লিখেছেন ইয়াসির আরাফাত, চিত্রনাট্য লেখার দায়িত্ব দেওয়া হয়েছে ছটকু আহমেদকে। প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

উল্লেখ্য সালমান শাহ ১৯৭১ সালে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন, এবং তাঁর রাশি ছিল বৃশ্চিক। তাঁর পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। যদিও তাঁর জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে ‘সালমান শাহ’ বলেই পরিচিত ছিলেন।