ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সস্তার ফোনে ভিআর প্রযুক্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভার্চুয়াল রিয়েলিটি(ভিআর) প্রযুক্তি সম্বলিত একটি হ্যান্ডসেট আনলো সোয়াইপ। ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৯৯ রুপিতে। মডেল  সোয়াইপ এলিট ভিআর। ফোনটিতে ভিআর লেন্স ফ্রিতে দেয়া হচ্ছে। এর মাধ্যমে ক্রিকেট, গেম কিংবা মুভি দেখা যাবে।

সোয়াইপ এলিট ভিআর-এর ফিচার্সের মধ্যে রয়েছে, সাড়ে পাঁচ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, এইচডি রেজোলিউশন। ৬৪বিট কোয়াড কোর মিডিয়া টেক ৬৭৩৭ প্রসেসর ১.৩ গিগাহার্জ। রয়েছে ১জিবি র‌্যাম, ৮জিবি ইন্টারনাল স্টোরেজ। বাড়ানো যাবে ৩২জিবি পর্যন্ত। ফোনটিতে রয়েছে অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো। ৩০০০ এমএএইচ ব্যাটারি শক্তি যোগাবে ফোনটিকে।

সোয়াইপ এলিটের রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। ফ্রন্টে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ভিওএলটিই ডুয়াল ৪জি সিম রয়েছে এতে। সুইফটকি কি-বোর্ড যেহেতু, তাই বাংলাও সাপোর্ট করবে এতে। অন্তত ৫টি ভারতীয় ভাষায় টাইপ করা যাবে, সাপোর্ট করবে আরও দশটি ভাষা।

কম্পিউটারের ১০ টি সেরা ফ্রি সফটওয়ার ব্ল্যাক, গ্রে, গোল্ড আর রেড কালারে আসছে এই ফোন। সোয়াইপ গত বছর কানেক্ট স্টার লঞ্চ করেছিল। তার নেক্সট ভার্সানও বাজারে আনছে সোয়াইপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সস্তার ফোনে ভিআর প্রযুক্তি

আপডেট টাইম : ০২:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ ভার্চুয়াল রিয়েলিটি(ভিআর) প্রযুক্তি সম্বলিত একটি হ্যান্ডসেট আনলো সোয়াইপ। ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৯৯ রুপিতে। মডেল  সোয়াইপ এলিট ভিআর। ফোনটিতে ভিআর লেন্স ফ্রিতে দেয়া হচ্ছে। এর মাধ্যমে ক্রিকেট, গেম কিংবা মুভি দেখা যাবে।

সোয়াইপ এলিট ভিআর-এর ফিচার্সের মধ্যে রয়েছে, সাড়ে পাঁচ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, এইচডি রেজোলিউশন। ৬৪বিট কোয়াড কোর মিডিয়া টেক ৬৭৩৭ প্রসেসর ১.৩ গিগাহার্জ। রয়েছে ১জিবি র‌্যাম, ৮জিবি ইন্টারনাল স্টোরেজ। বাড়ানো যাবে ৩২জিবি পর্যন্ত। ফোনটিতে রয়েছে অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো। ৩০০০ এমএএইচ ব্যাটারি শক্তি যোগাবে ফোনটিকে।

সোয়াইপ এলিটের রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। ফ্রন্টে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ভিওএলটিই ডুয়াল ৪জি সিম রয়েছে এতে। সুইফটকি কি-বোর্ড যেহেতু, তাই বাংলাও সাপোর্ট করবে এতে। অন্তত ৫টি ভারতীয় ভাষায় টাইপ করা যাবে, সাপোর্ট করবে আরও দশটি ভাষা।

কম্পিউটারের ১০ টি সেরা ফ্রি সফটওয়ার ব্ল্যাক, গ্রে, গোল্ড আর রেড কালারে আসছে এই ফোন। সোয়াইপ গত বছর কানেক্ট স্টার লঞ্চ করেছিল। তার নেক্সট ভার্সানও বাজারে আনছে সোয়াইপ।