ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরব পৌঁছেছেন ৬১ হাজারেরও বেশি হজযাত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রোববার পর্যন্ত ৬১ হাজার ৩১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৩৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৭ হাজার ৯৭৩ জন হজযাত্রী রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯২টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১শ’টিসহ মোট ১৯২টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বর্তমানে হজযাত্রীরা মক্কা ও মদিনায় অবস্থান করছেন। সোমবার ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১৩ আগস্ট পর্যন্ত সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৪৭৩টি। বর্তমানে প্রক্রিয়াধীন ভিসার সংখ্যা ১৬ হাজার ৯৯৯টি। রোববার পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৫৭৬ জন হজযাত্রীর আইডি কার্ড প্রিন্টিংয়ের আবেদনের বিপরীতে ঢাকা হজ অফিস থেকে আইডি কার্ড প্রিন্ট হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০৪টি।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ’র সভাপতিত্বে রোববার রাতে হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে হজ প্রশাসনিক দলের বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মিনা ও আরাফায় হজযাত্রীদের চিকিৎসা সেবাসহ হজ ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে আলোচনা করা হয় এবং হজ ব্যবস্থাপনাকে আরো গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করা হয়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। শেষ হবে ২৮ আগস্ট। ফিরতি হজ ফ্লাইট ৬ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সৌদি আরব পৌঁছেছেন ৬১ হাজারেরও বেশি হজযাত্রী

আপডেট টাইম : ১২:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রোববার পর্যন্ত ৬১ হাজার ৩১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৩৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৭ হাজার ৯৭৩ জন হজযাত্রী রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯২টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১শ’টিসহ মোট ১৯২টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বর্তমানে হজযাত্রীরা মক্কা ও মদিনায় অবস্থান করছেন। সোমবার ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১৩ আগস্ট পর্যন্ত সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৪৭৩টি। বর্তমানে প্রক্রিয়াধীন ভিসার সংখ্যা ১৬ হাজার ৯৯৯টি। রোববার পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৫৭৬ জন হজযাত্রীর আইডি কার্ড প্রিন্টিংয়ের আবেদনের বিপরীতে ঢাকা হজ অফিস থেকে আইডি কার্ড প্রিন্ট হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০৪টি।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ’র সভাপতিত্বে রোববার রাতে হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে হজ প্রশাসনিক দলের বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মিনা ও আরাফায় হজযাত্রীদের চিকিৎসা সেবাসহ হজ ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে আলোচনা করা হয় এবং হজ ব্যবস্থাপনাকে আরো গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করা হয়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। শেষ হবে ২৮ আগস্ট। ফিরতি হজ ফ্লাইট ৬ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত।