ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টকে সামনে রেখে একটি চক্র মেতে ওঠে চাঁদাবাজিতে। এ অপকর্ম যাতে না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দেশবাসীকে বলছি, আপনারা আমাদের পার্টি অফিসে খবর দেবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। এ ধরনের অপকর্ম সহ্য করা হবে না। পয়সা না থাকলে আমাদের কাছে চাইবেন।
ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সভাপতি খুরশেদ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রেলমন্ত্রী মুজিবুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগ সদস্য নজিবুল্লা হীরু এবং সংগঠনের সাধারণ সম্পাদক বদিউজ্জামান।
‘বিএনপির অবস্থা বেহাল সড়কের মতো’ : ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতিবাচক রাজনীতি পরিহার না করলে তাদের পরিণতি হবে মুসলিম লীগের মতো। বিএনপি জানে আগামীতে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা চোরাগুপ্তা হামলা ও বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে। এদের নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কারণ তাদের অবস্থান এখন বেহাল সড়কের মতো।