হাওর বার্তা ডেস্কঃ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ নয় মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন নিয়ে সংলাপ হবে নির্বাচন কমিশনের সঙ্গে। নির্বাচন কমিশন সংলাপ ডেকেছে, সুশীল সমাজসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপ হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব যথাসময়ে শুষ্ঠুভাবে নির্বাচন শেষ করা। সহায়ক সরকার সংবিধানের বিষয়, নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। এটি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করারও বিষয় নয়।
তিনি গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের চিকিত্সক, নার্স ও কর্মকর্তা এবং শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সাথে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
এর আগে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের সিসিইউ ইউনিট, মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ইউনিটসহ বিভিন্ন ইউনিট ঘুরে ঘুরে দেখেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। সন্ধ্যায় তিনি কৃষি, বন বিভাগ ও জেলা প্রশাসন আয়োজিত সাত দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন। হাসপাতালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ উদয় নারায়ণ মোহন্ত।