ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শোলাকিয়ায় নিহত ঝরণার ছেলেকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিন জঙ্গি হামলায় নিহত ঝরণা রানী ভৌমিকের বড় ছেলে বাসুদেব ভৌমিককে চাকরি দিয়েছেন প্রধানমন্ত্রী। এনআরবি গ্লোবাল ব্যাংকে এসিস্ট্যান্ট অফিসার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও বাসুদেবের পিতা গৌরাঙ্গ নাথ ভৌমিক উপস্থিত ছিলেন।

নিয়োগপত্র হাতে পেয়ে বাসুদেব আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি হাওর বার্তাকে বলেন, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম চাকরি পেতে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করায় তার চাকরিটি হয়েছে। এ জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, মায়ের আত্মত্যাগ বৃথা যায়নি। সরকারের দৃঢ় অবস্থানের কারণে জঙ্গিরা নির্মূল হচ্ছে এবং তারা পরাজিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এ দেশের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছে। এ দেশে জঙ্গিবাদের ঠাঁই হতে পারে না।

বাসুদেব কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে একাউন্টিংয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। পড়ালেখা শেষ করে ঢাকার তেজগাঁও মহিলা কলেজে প্রভাষক পদে অস্থায়ী ভিত্তিতে চাকরি করেন। প্রায় তিন বছর এ কলেজে চাকরি করলেও তিনি এমপিওভূক্ত হতে পারেননি।

উল্লেখ্য, গত বছর রমজানের ঈদের দিন শোলাকিয়া ঈদগাহের কাছে জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্য ও গৃহবধূ ঝরণা রানী ভৌমিক নিহত হন। এ সময় আবির রহমান নামে এক জঙ্গিও নিহত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শোলাকিয়ায় নিহত ঝরণার ছেলেকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিন জঙ্গি হামলায় নিহত ঝরণা রানী ভৌমিকের বড় ছেলে বাসুদেব ভৌমিককে চাকরি দিয়েছেন প্রধানমন্ত্রী। এনআরবি গ্লোবাল ব্যাংকে এসিস্ট্যান্ট অফিসার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও বাসুদেবের পিতা গৌরাঙ্গ নাথ ভৌমিক উপস্থিত ছিলেন।

নিয়োগপত্র হাতে পেয়ে বাসুদেব আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি হাওর বার্তাকে বলেন, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম চাকরি পেতে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করায় তার চাকরিটি হয়েছে। এ জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, মায়ের আত্মত্যাগ বৃথা যায়নি। সরকারের দৃঢ় অবস্থানের কারণে জঙ্গিরা নির্মূল হচ্ছে এবং তারা পরাজিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এ দেশের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছে। এ দেশে জঙ্গিবাদের ঠাঁই হতে পারে না।

বাসুদেব কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে একাউন্টিংয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। পড়ালেখা শেষ করে ঢাকার তেজগাঁও মহিলা কলেজে প্রভাষক পদে অস্থায়ী ভিত্তিতে চাকরি করেন। প্রায় তিন বছর এ কলেজে চাকরি করলেও তিনি এমপিওভূক্ত হতে পারেননি।

উল্লেখ্য, গত বছর রমজানের ঈদের দিন শোলাকিয়া ঈদগাহের কাছে জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্য ও গৃহবধূ ঝরণা রানী ভৌমিক নিহত হন। এ সময় আবির রহমান নামে এক জঙ্গিও নিহত হয়।