ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আগাম জাতের ‘অটো’ শিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৭৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  আগাম জাতের ‘অটো’ শিমে ভরে গেছে পাবনার ঈশ্বরদীর মুলাডুলি এলাকার মাঠগুলো। শিম ফুলের গন্ধে মুলাডুলিতে অন্যরকম পরিবেশ বিরাজ করছে। যেদিকে চোখ যায় শুধু শিম ক্ষেত। ইতোমধ্যেই অটো নামের এ নতুন জাতের শিম অল্প পরিমাণে বাজারে উঠছে। তবে দাম বেশ চড়া। খরচের তুলনায় দাম বেশি পাওয়ায় কৃষকের মুখে ফুটেছে প্রশান্তির হাসি। কৃষকরা এখন শিমের মরা ফুল বাছাই ও তাজা ফুল রক্ষায় ব্যস্ত। ঈশ্বরদী ও পার্শ্ববর্তী প্রায় ২৫ গ্রামের মানুষ এখন শিমক্ষেতে ফুল ও ফলের পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছে। গতকাল মুলাডুলিসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে এসব চিত্র পাওয়া গেছে।    জানা গেছে, দেশের প্রধান শিম উত্পাদনকারী এলাকা হিসেবে পরিচিত ঈশ্বরদীর মুলাডুলিতে এখন চলছে শিম চাষের জোর প্রস্তুতি। শীতকালীন সবজি হলেও বর্ষা মৌসুমে শিম চাষ করা যায়। ঈশ্বরদীর প্রায় দুই হাজার শিম চাষি এখন তাদের নিজ জমি ও খাজনা করা জমিতে অটো শিম রোপণ করেছে। শিম চাষকে কেন্দ্র করে ঈশ্বরদীর মুলাডুলিতে গড়ে উঠেছে বিশাল বাজার ও সমিতি। এই বাজার থেকেই উত্পাদিত শিম প্রতিদিন ট্রাকে ভরে দেশের বিভিন্ন স্থানে যায়। পুরোপুরি না হলেও এখন গড়ে প্রায় ১৫-২০ মণ শিম ঈশ্বরদী থেকে ঢাকায় পাঠানো হচ্ছে। প্রতিকেজি শিম ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। একটি ফসল যে একটি এলাকার নাম বদলে দিতে পারে, ঈশ্বরদীর শিম উত্পাদন তার উত্কৃষ্ট উদাহরণ। ঈশ্বরদীতে গত মৌসুমে ১৪শ’ হেক্টর জমিতে শিম চাষ হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। চলতি মৌসুমে এই পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করছেন তারা। অটো নামের আগাম এ জাতের শিম অনেক আগেই রোপণ করেছে ঈশ্বরদীর শত শত চাষি। তাদের গাছ ইতোমধ্যেই মাচায় উঠে ফুলে ফুলে ভরে গেছে। আবার কিছু কিছু শিম বাজারে উঠতে শুরু করেছে বলেও জানায় চাষিরা। আগামী ১৫-২০ দিনের মধ্যেই পুরোদমে এসব শিম বাজারে আসবে। মুলাডুলির অন্যতম বড় শিম চাষি আমিনুর রহমান (শিম বাবু) জানান, বর্ষা মৌসুম হওয়ায় শিম চাষের জন্য বিট বা ঢিবি তৈরির কাজ শেষ। নতুন জাত অটো শিম বিষয়ে বাবু আরও বলেন, আগাম আবাদের কারণে অটো শিম ইতোমধ্যেই বাজারে উঠতে শুরু করেছে। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রওশন জামাল বলেন, কৃষকরা এখন সিড বেড নির্মাণে ব্যস্ত রয়েছে। তাই কী পরিমাণ জমিতে শিমের আবাদ হচ্ছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে কৃষি বিভাগ কৃষকদের সার্বিক সহযোগিতা করছে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আগাম জাতের ‘অটো’ শিম

আপডেট টাইম : ০২:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  আগাম জাতের ‘অটো’ শিমে ভরে গেছে পাবনার ঈশ্বরদীর মুলাডুলি এলাকার মাঠগুলো। শিম ফুলের গন্ধে মুলাডুলিতে অন্যরকম পরিবেশ বিরাজ করছে। যেদিকে চোখ যায় শুধু শিম ক্ষেত। ইতোমধ্যেই অটো নামের এ নতুন জাতের শিম অল্প পরিমাণে বাজারে উঠছে। তবে দাম বেশ চড়া। খরচের তুলনায় দাম বেশি পাওয়ায় কৃষকের মুখে ফুটেছে প্রশান্তির হাসি। কৃষকরা এখন শিমের মরা ফুল বাছাই ও তাজা ফুল রক্ষায় ব্যস্ত। ঈশ্বরদী ও পার্শ্ববর্তী প্রায় ২৫ গ্রামের মানুষ এখন শিমক্ষেতে ফুল ও ফলের পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছে। গতকাল মুলাডুলিসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে এসব চিত্র পাওয়া গেছে।    জানা গেছে, দেশের প্রধান শিম উত্পাদনকারী এলাকা হিসেবে পরিচিত ঈশ্বরদীর মুলাডুলিতে এখন চলছে শিম চাষের জোর প্রস্তুতি। শীতকালীন সবজি হলেও বর্ষা মৌসুমে শিম চাষ করা যায়। ঈশ্বরদীর প্রায় দুই হাজার শিম চাষি এখন তাদের নিজ জমি ও খাজনা করা জমিতে অটো শিম রোপণ করেছে। শিম চাষকে কেন্দ্র করে ঈশ্বরদীর মুলাডুলিতে গড়ে উঠেছে বিশাল বাজার ও সমিতি। এই বাজার থেকেই উত্পাদিত শিম প্রতিদিন ট্রাকে ভরে দেশের বিভিন্ন স্থানে যায়। পুরোপুরি না হলেও এখন গড়ে প্রায় ১৫-২০ মণ শিম ঈশ্বরদী থেকে ঢাকায় পাঠানো হচ্ছে। প্রতিকেজি শিম ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। একটি ফসল যে একটি এলাকার নাম বদলে দিতে পারে, ঈশ্বরদীর শিম উত্পাদন তার উত্কৃষ্ট উদাহরণ। ঈশ্বরদীতে গত মৌসুমে ১৪শ’ হেক্টর জমিতে শিম চাষ হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। চলতি মৌসুমে এই পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করছেন তারা। অটো নামের আগাম এ জাতের শিম অনেক আগেই রোপণ করেছে ঈশ্বরদীর শত শত চাষি। তাদের গাছ ইতোমধ্যেই মাচায় উঠে ফুলে ফুলে ভরে গেছে। আবার কিছু কিছু শিম বাজারে উঠতে শুরু করেছে বলেও জানায় চাষিরা। আগামী ১৫-২০ দিনের মধ্যেই পুরোদমে এসব শিম বাজারে আসবে। মুলাডুলির অন্যতম বড় শিম চাষি আমিনুর রহমান (শিম বাবু) জানান, বর্ষা মৌসুম হওয়ায় শিম চাষের জন্য বিট বা ঢিবি তৈরির কাজ শেষ। নতুন জাত অটো শিম বিষয়ে বাবু আরও বলেন, আগাম আবাদের কারণে অটো শিম ইতোমধ্যেই বাজারে উঠতে শুরু করেছে। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রওশন জামাল বলেন, কৃষকরা এখন সিড বেড নির্মাণে ব্যস্ত রয়েছে। তাই কী পরিমাণ জমিতে শিমের আবাদ হচ্ছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে কৃষি বিভাগ কৃষকদের সার্বিক সহযোগিতা করছে বলেও তিনি জানান।