ওবামা কেয়ার বাতিলের চেষ্টা ব্যর্থ

হাওর বার্তা ডেস্কঃ ওবামা হেলথ কেয়ার বিল বাতিলের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হলো। মার্কিন সিনেটে নাটকীয়ভাবেই এই বিল বাতিলের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। খবর বিবিসির

নতুন বিলের বিপক্ষে কমপক্ষে তিনজন রিপাবলিকান ভোট দিয়েছেন। এরা হলেন, জন ম্যাককেইন, সুসান কলিনস এবং লিসা মুরকোসকি। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই এই বিল পাস হওয়ার কথা ছিল।

এই বিলের পক্ষে ভোট দিয়েছেন ৪৯ জন এবং বিপক্ষে ভোট দিয়েছে ৫১জন সিনেট সদস্য। বিপক্ষে সংখ্যাগরিষ্ঠতা বেশি হওয়ায় ওবামা কেয়ার বাতিলের দীর্ঘদিনের প্রচেষ্টা ব্যর্থ হলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় এই বিল বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি এই বিল বাতিল করতে চেয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর