হাওর বার্তা ডেস্কঃ চিকুনগুনিয়া বর্তমানে ঢাকাসহ প্রায় সারাদেশে ছড়িয়ে পড়েছে। চিকুনগুনিয়া র্নিমূল করার লক্ষে উঠেপড়ে লেগেছে ঢাকা সিটির দুই মেয়র। এবার বাংলাদেশে চিকুনগুনিয়ার বিস্তার নিয়ে গবেষণা শুরু করেছে চীনের বিশ্বখ্যাত শ্যানডং বিশ্ববিদ্যালয়। গত সপ্তাহে বাংলাদেশে পৌঁছেছেন এই গবেষণা দলের প্রধান ডা. সাইয়েদা জেরিন ইমাম। চিকুনগুনিয়া রোগের প্রতিরোধ, ব্যবস্থাপনা ও নির্মূল করার বিষয়ে গবেষণা করবে তার দল।
চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয় হলো বিশ্বে শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম। বর্তমানে তিনি রোগ এবং শিশুদের দন্ত বিষয়ে ছড়িয়ে পড়া নিয়েও কাজ করছেন। বাংলাদেশে সম্প্রতি চিকুনগুনিয়া রোগের বিস্তারের কারণে অনেক মূল্য দিতে হচ্ছে। এই ক্ষতি কমানো এবং জনসাধারণকে এই রোগ থেকে সুরক্ষা দিতে ডা. সাইয়িদা জেরিন ইমাম বিস্তৃত এই গবেষণা প্রকল্প হাতে নিয়েছেন।
এই গবেষণার প্রথম পর্যায়ের লক্ষ্য হলো এই রোগের বিস্তারে জনসংখ্যা ফ্যাক্টর এবং ঝুঁকির বিষয়ে কাজ করা। এতে করে বাংলাদেশকে বর্তমান ভয়াবহ পরিস্থিতি থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সহায়ক হবে। এই ক্ষেত্রে ডা. জেরিন এ বিষয়ে প্রাপ্ত তথ্য, রিস্ক ফ্যাক্টর, জনসংখ্যার ডাটা, রোগের বিস্তারের সব সম্ভাব্য কারণ, ব্যবস্থাপনা, চিকিৎসা এবং সুপারিশ দিয়ে সহায়তার জন্যে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
চলতি বছরের আগস্টের শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন। ডা. জেরিনের সঙ্গে যোগাযোগের ই-মেইল ঠিকানা