হাওর বার্তা ডেস্কঃ বরিশালের আগৈলঝাড়ায় এক ঘন্টায় দেড় সহস্রাধিক গাছের চারা রোপণ করেছে শিক্ষক কর্মচারীরা।
উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ও ম্যানেজিং কমিটির সদস্যরা স্ব-স্ব স্কুল ক্যাম্পাসে তাদের নিজ অর্থায়নে রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
রোববার বেলা ১২টা ১মিনিটে শিক্ষা অফিস চত্বরে একটি ঔষধঅ গাছ নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল হক তালুকদার।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার জানান, সরকারি নির্দেশ অনুযায়ী উপজেলার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৫৬৩ জন শিক্ষক, প্রকল্পের আওতায় নিয়োগকৃত ১৮ জন নৈশ প্রহরী, উপজেলা শিক্ষা অফিসে কর্মরত ৫ জন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতি স্কুল ম্যানেজিং কমিটির ১০ জন করে সদস্য মিলে ৯৫০ জন এসএমসি সদস্যসহ সর্বমোট ১ হাজার ৫৩৭টি গাছের চারা রোপণ করা হয়েছে।
এর মধ্যে ঔষধী ও ফলদ গাছের চারাই বেশি রোপণ করা হয়েছে বলে তিনি জানান।
এসময় সহকারী শিক্ষা কর্মকর্তা জামাল গাজী, চুন্নু ফকিরসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ফরজ চারা রোপণ করেন।
তবে তারা সরকারের এই মহতী উদ্যোগকে সাধারণ জনগণ সাধুবাদ জানালেও অধিকাংশ স্কুলে কর্মচারী না থাকায় এবং রক্ষণাবেক্ষণের জন্য কোনো অর্থ বরাদ্দ না থাকায় স্কুল ক্যাম্পাসে লাগানো গাছের চারা নষ্ট হওয়ার আশংকা প্রকাশ করেছেন।