শাহবাগে শিক্ষার্থীদের ওপর হামলা দু:খজনক

হাওর বার্তা ডেস্কঃ  রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনাটি দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, লাঠিচার্জে ছাত্র আহত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক।আজ রোববার সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা খুবই দুঃখিত যে আমাদের একজন শিক্ষার্থীর চোখ নষ্ট হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে (হাসপাতাল) গিয়েছিলেন। সেখানেতো সবাইকে সবাই চেনে না। আমি অন্য কাজে ছিলাম। আমরা অবশ্যই তার খোঁজখবর নেব।

তিনি আরো বলেন, আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি দিকনির্দেশনা দিয়েছেন। শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এ সাত কলেজগুলোকে নিয়েছে। আমরা তাদের শতভাগ টাকা দেই। কিন্তু সেখানে আমাদের ক্ষমতা শূন্যভাগ। বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর