ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তিন ছবির শুটিং করতে পারবেন শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  কাজে বাধা রইলো না আর ঢালিউড কিং শাকিব খানের। শাপলা মিডিয়ার নতুন তিন ছবি হাতে নিয়েছেন তিনি। ছবিগুলোর নাম ‘আমি নেতা হবো’, ‘মামলা হামলা ঝামেলা’ এবং ‘কেউ কথা রাখে না’। গত ২৩শে জুন ‘চলচ্চিত্র পরিবার’ শীর্ষ নায়ক শাকিব খানকে বয়কটের ঘোষণা দেয়। এছাড়া ১৮টি সংগঠনের কেউই শাকিবের সঙ্গে কাজ করবেন না বলেও জানানো হয়। কিন্তু শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আদালতে সম্প্রতি এক রিট আবেদন করেন। এরপর হাইকোর্টের একটি বেঞ্চ আজ রোববার চিত্রনায়ক শাকিব খান অভিনীত চলচ্চিত্র নির্মাণ কাজ থেকে সংশ্লিষ্টদের বিরত রাখতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের দেয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা তিনটি চলচ্চিত্রের ক্ষেত্রে স্থগিত করেন। এ বিষয়ে শাকিব খান হাওর বার্তাকে  বলেন, হাইকোর্টের রায়ের বিষয়টি আমিও আজ দুপুরে জেনেছি। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। এর ফলে আমার তিন চলচ্চিত্রে অভিনয়ে বাধা থাকলো না। সত্যি বলতে আমি তো কাজ করতে চাই। আর টেকনেশিয়ানরাও বসে থাকতে চান না। দুই-তিনদিনের মধ্যে নতুন ছবিগুলোর মহরতের মাধ্যমে ঘোষণা দেয়া হবে। এরপর কাজ শুরু করবো। উল্লেখ্য, এর আগে ১৮ই জুলাই বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত নেয়া হয়েছে যে চিত্রনায়ক শাকিব খান অভিনীত পুরনো এবং নতুন কোনো ছবির শুটিংয়ের কাজে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর কোনো সদস্য অংশ নেবেন না। চিত্রনায়ক শাকিব খান সংশ্লিষ্ট সব চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত কাজ থেকে নিজেদের বিরত রাখবেন। মূলত এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী সেলিম খান রিটটি করেন। রুলে ওই তিনটি ছবির নির্মাণ কার্যক্রম পরিচালনায় অনুকূল পরিবেশ নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং শাকিব খান অভিনীত ছবিতে কেউ সহযোগিতা করতে পারবে না এমন বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া তথ্যসচিব, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক, সদস্য সচিব, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৮ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিন ছবির শুটিং করতে পারবেন শাকিব খান

আপডেট টাইম : ০৬:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  কাজে বাধা রইলো না আর ঢালিউড কিং শাকিব খানের। শাপলা মিডিয়ার নতুন তিন ছবি হাতে নিয়েছেন তিনি। ছবিগুলোর নাম ‘আমি নেতা হবো’, ‘মামলা হামলা ঝামেলা’ এবং ‘কেউ কথা রাখে না’। গত ২৩শে জুন ‘চলচ্চিত্র পরিবার’ শীর্ষ নায়ক শাকিব খানকে বয়কটের ঘোষণা দেয়। এছাড়া ১৮টি সংগঠনের কেউই শাকিবের সঙ্গে কাজ করবেন না বলেও জানানো হয়। কিন্তু শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আদালতে সম্প্রতি এক রিট আবেদন করেন। এরপর হাইকোর্টের একটি বেঞ্চ আজ রোববার চিত্রনায়ক শাকিব খান অভিনীত চলচ্চিত্র নির্মাণ কাজ থেকে সংশ্লিষ্টদের বিরত রাখতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের দেয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা তিনটি চলচ্চিত্রের ক্ষেত্রে স্থগিত করেন। এ বিষয়ে শাকিব খান হাওর বার্তাকে  বলেন, হাইকোর্টের রায়ের বিষয়টি আমিও আজ দুপুরে জেনেছি। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। এর ফলে আমার তিন চলচ্চিত্রে অভিনয়ে বাধা থাকলো না। সত্যি বলতে আমি তো কাজ করতে চাই। আর টেকনেশিয়ানরাও বসে থাকতে চান না। দুই-তিনদিনের মধ্যে নতুন ছবিগুলোর মহরতের মাধ্যমে ঘোষণা দেয়া হবে। এরপর কাজ শুরু করবো। উল্লেখ্য, এর আগে ১৮ই জুলাই বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত নেয়া হয়েছে যে চিত্রনায়ক শাকিব খান অভিনীত পুরনো এবং নতুন কোনো ছবির শুটিংয়ের কাজে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর কোনো সদস্য অংশ নেবেন না। চিত্রনায়ক শাকিব খান সংশ্লিষ্ট সব চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত কাজ থেকে নিজেদের বিরত রাখবেন। মূলত এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী সেলিম খান রিটটি করেন। রুলে ওই তিনটি ছবির নির্মাণ কার্যক্রম পরিচালনায় অনুকূল পরিবেশ নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং শাকিব খান অভিনীত ছবিতে কেউ সহযোগিতা করতে পারবে না এমন বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া তথ্যসচিব, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক, সদস্য সচিব, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৮ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।