ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রাজধানীর গোড়ানে ফের ব্লগারকে জবাই করে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫
  • ৩১৪ বার

রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় ফের বাসার ভেতর নিলয় হোসেন ওরফে নীল (৪০) নামে এক ব্লগারকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে ওই এলাকার ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি ফ্লাটে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় ও কারণ জানাতে পারেনি পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোস্তাফিজুর রহমা ভুঁইয়া জানান, নিহত নিলয়ের প্রতিবেশীরা জানিয়েছেন, নিহত নিলয় ব্লগার হিসেবে ওয়ান লাইনে লেখালেখি করতেন। তবে আমরা বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত নই।
স্থানীয় সূত্র জানায়, নিহত নিলয় একটি অনলাইনে লেখা লেখি করেন। সম্প্রতি পূর্ব গোড়ানের ওই বাড়িতে তিনি ভাড়ায় যান। বাড়ির মালিক মুক্তিযোগ প্রজন্ম লীগের নেতা বলে স্থানীয়রা জানিয়েছেন। শুক্রবার বাড়ির লোকজন জুম্মার নামাজের জন্য বেড়িয়ে যায়।এ সময় দুই দফায় পাঁচজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত বাসা দেখার নাম করে বাড়ি পঞ্চমতলায় নিলয়ের রুমে প্রবেশ করে। এরপর তার কেটে হত্যার পর পালিয়ে গেছে বলে পুলিশ ধারনা করছেন।
নিলয় হোসেন নীল একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) গবেষণা বিভাগে চাকরি করতেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।
গোয়েন্দা পুলিশ নিহত নিলয়ের ব্লগ ও ফেসবুক পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় কড়া পুলিশী প্রহরা ও শত শত লোকের সামনে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়তে। এসময় তার স্ত্রীকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এর ঘটনার পর গত ৩০ মার্চ তেজগাঁও এলাকায় প্রকাশ্যে দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে। এরপর গত ১২ মে সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বুত্তরা।
এ ঘটনার পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার নিহত নিলয় তাদের সক্রিয় কর্মী ছিল বলে দাবি করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে জবুথবু ছিন্নমূল মানুষ

রাজধানীর গোড়ানে ফের ব্লগারকে জবাই করে হত্যা

আপডেট টাইম : ০৬:৩৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫

রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় ফের বাসার ভেতর নিলয় হোসেন ওরফে নীল (৪০) নামে এক ব্লগারকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে ওই এলাকার ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি ফ্লাটে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় ও কারণ জানাতে পারেনি পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোস্তাফিজুর রহমা ভুঁইয়া জানান, নিহত নিলয়ের প্রতিবেশীরা জানিয়েছেন, নিহত নিলয় ব্লগার হিসেবে ওয়ান লাইনে লেখালেখি করতেন। তবে আমরা বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত নই।
স্থানীয় সূত্র জানায়, নিহত নিলয় একটি অনলাইনে লেখা লেখি করেন। সম্প্রতি পূর্ব গোড়ানের ওই বাড়িতে তিনি ভাড়ায় যান। বাড়ির মালিক মুক্তিযোগ প্রজন্ম লীগের নেতা বলে স্থানীয়রা জানিয়েছেন। শুক্রবার বাড়ির লোকজন জুম্মার নামাজের জন্য বেড়িয়ে যায়।এ সময় দুই দফায় পাঁচজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত বাসা দেখার নাম করে বাড়ি পঞ্চমতলায় নিলয়ের রুমে প্রবেশ করে। এরপর তার কেটে হত্যার পর পালিয়ে গেছে বলে পুলিশ ধারনা করছেন।
নিলয় হোসেন নীল একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) গবেষণা বিভাগে চাকরি করতেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।
গোয়েন্দা পুলিশ নিহত নিলয়ের ব্লগ ও ফেসবুক পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় কড়া পুলিশী প্রহরা ও শত শত লোকের সামনে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়তে। এসময় তার স্ত্রীকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এর ঘটনার পর গত ৩০ মার্চ তেজগাঁও এলাকায় প্রকাশ্যে দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে। এরপর গত ১২ মে সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বুত্তরা।
এ ঘটনার পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার নিহত নিলয় তাদের সক্রিয় কর্মী ছিল বলে দাবি করেছেন।