জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ মেয়াদে গঠিত নতুন কমিটির কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজ বাসভবনে নতুন কমিটির আবেদনের প্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ব্যক্তিগতভাবে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন। অ্যাডভোকেট অন রেকর্ড হয়েছেন সাধন কুমার বণিক।
এর আগে সকালে ক্লাবের ২০১৪-১৫ মেয়াদের সাধারণ সম্পাদক আবদাল আহমেদের এক রিভিশন আবেদনের প্রেক্ষিতে নতুন কমিটির কার্যক্রমের ওপর ছয়মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন বিচারপতি শরীফউদ্দিন চাকলাদারের একক বেঞ্চ।
নিষেধাজ্ঞার পাশাপাশি রুলও জারি করেন আদালত। রুলে নতুন কমিটির কার্যক্রম পরিচালনায় কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতিসহ সাতজনকে বিবাদী করা হয়েছে। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।
আদালতে আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী।