হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার হাওর এলাকায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি মানবিক সহায়তা প্রকল্পটি হাওর কনসোর্টিয়ামের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এতে কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার চারটি উপজেলায় পাঁচটি ইউনিয়নে মোট ৩ হাজার ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পরিবার প্রতি ৪ হাজার টাকা করে দেয়া হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক আর্থিক সহায়তা করছে অক্সফাম বাংলাদেশ। উল্লেখ্য, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার হাওর এলাকায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন। রোববার ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি মানবিক সহায়তা প্রকল্পের মাধ্যমে ঢাকা আহ্ছানিয়া মিশন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাঠখাল ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করে। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিক উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে এ অর্থ তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, মিঠামইন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুস শাহিদ ভূঞা, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটখাল ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম। এ সময় ঢাকা আহ্ছানিয়া মিশনের এলাকা ব্যবস্থাপক মোজাম্মেল হক, প্রকল্প ব্যবস্থাপক এ এস এম নজরুল ইসলামসহ মিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ জেলার আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের পাশে ঢাকা আহ্ছানিয়া মিশন
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
- ৩৯৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ