মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ব্যক্তি বা দল না দেখে অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসতে। মঙ্গলবার মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু ও তার মা নাজমা বেগমকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
চুমকি বলেন, সরকার কোনো অন্যায়কে প্রশয় দিচ্ছে না। মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
হাসপাতালে এসে চুমকি গুলিবিদ্ধ শিশু ও তার মায়ের খোঁজখবর নেন। এসময় সরকারের পক্ষ থেকে নাজমা বেগমের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি। এছাড়া রাজধানীর উত্তরায় গণধর্ষণের শিকার হওয়া তরুণীকে দেখতে যান তিনি।
উল্লেখ্য, ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় দু্ই গ্রুপের সংঘর্ষের সময় অন্তঃসত্ত্বা নাজমা খাতুন গুলিবিদ্ধ হন। এতে তার গর্ভস্থ সন্তানও গুলিবিদ্ধ হয়।