হাওর বার্তা ডেস্কঃ সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের বিষয় থেকে দৃষ্টি সরাতেই সরকার কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘কী করবে ভাই? আর বাকি রেখেছে কী? এখন শুধু জানটা নিয়ে নেয়া বাকি। এই তো।’
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকছে না, বরং তা আগের মতোই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত থাকবে।
একই দিনে অপহরণের শিকার হন ফরহাদ মজহার। অবশ্য রায়ের আগে ভোরেই নিজ বাসা থেকে নামার পর দুর্বৃত্তরা অপহরণ করে তাকে নিয়ে যায় খুলনা বিভাগে। পরে যশোরের নোয়াপাড়া থেকে রাতে তাকে উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার ফরহাদ মজহারকে যশোর থেকে ঢাকায় আনা হয়। এর পর আদাবর থানা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে তোলা হয়। পরে তাকে নিজ জিম্মায় ছেড়ে দেন আদালত।
এর একদিন পর বুধবার নয়াপল্টনে দলের কার্যালয়ে অপহরণের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘ফরহাদ সাহেবের ব্যাপারটা নিয়ে যেটা চলছে, এ রায়টা হলো ষোড়শ সংশোধনীর। তার পরেই কিন্তু ঘটনাটা ঘটল। অর্থাৎ ডাইভারশনটা (মোড়) এটা অনেকটা, এটা হচ্ছে আমাদের স্পেকুলেশনস (জল্পনা)।’
‘আপনারা যদি না করে থাকেন, জড়িত না থাকেন, সত্যটা বের করেন।’
‘৮৬টা মামলা, আপনার ৩৬টা মামলায় চার্জশিট হয়ে গেছে। আপনার মামলায় প্রতিদিন যেতে হয়। আমার নেত্রীকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে প্রতি সপ্তাহে আপনার কোর্টে যেতে হয়। কী অপরাধ তার? কার কাছে বলব? কোথায় যাব