ঢাক-ঢোল পিটিয়ে বন্ধ করতে গেলে তো সমস্যা বিস্তর, তাই কি ভারতে চুপিসারে পর্ন ওয়েবসাইটগুলি বন্ধ করে দেওয়া হল? উত্তরটা অজানা। তবে কোনও অজ্ঞাত কারণে প্রচলিত কোনও পর্ন সাইট সার্চ করলে একটি মেসেজ দেখানো হচ্ছে- “This site has been blocked as per the instructions of Competent Authority”.
আপাতত এই তালিকায় স্থান পেয়েছে Pornhub.com, Brazzers.com, Redtube.com, Bangbros.com ইত্যাদি। এসব কোনও সাইট সার্চ করলে উপরের এই একটাই মেসেজ দেখানো হচ্ছে। প্রথমে এটাকে কোনও সংস্থার ব্যক্তিগত পলিসি বলে ভাবা হচ্ছিল। তাই দেখার জন্য এয়ারটেল, এমটিএনএল, ভোডাফোন ইত্যাদি সংস্থার ইন্টারনেটের সাহায্যেও দেখার চেষ্টা করা হয়, তবে সেই একই ম্যাসেজ চোখে পড়েছে।
যদিও এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তাই আসল কারণ এখনও অজানা। তবে ব্যাপারটি নজরে আসতেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এ নিয়ে বিস্তর শোরগোল উঠেছে। অনেকেই এক ধাপ এগিয়ে সরাসরি কেন্দ্রকেই দায়ী করে লিখেছেন, ‘কেন্দ্র সরকারকে কেউ দয়া করে মনে করিয়ে দিক, তারা দেশ চালাতে এসেছে, নৈতিক বিজ্ঞানের শিক্ষিক হতে আসেনি।’