হাওর বার্তা ডেস্কঃ ঈদের সময় ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করা হবে মন্তব্য করে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ঈদের সময় রাজধানীর ১৫ থেকে ২০ লাখ ঘরবাড়ি খালি হবে। বেশির ভাগ দোকানপাট বন্ধ থাকবে। ঈদের সময় ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর নিরাপত্তা যেকোন মূল্যে নিশ্চিত করা হবে। আজ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে উল্লেখ করে বেনজীর
আহমেদ বলেন, ঈদে জনশূন্য হয়ে পড়া রাজধানীবাসীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাই অমার প্রধান লক্ষ্য। এজন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব সুসংগত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে। র্যাবের নিরাপত্তা ব্যবস্থাকে সুসংগত করতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে।
তিনি আরো বলেন, অগ্রীম টিকিট বিক্রি নিয়ে কেউ কোন অভিযোগ করেনি। এখন চোরাকারবারী, পকেটমার, অজ্ঞানপার্টির দৌরাত্ব নেই। তিনি জানান, প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাহিনীর হাতে জঙ্গি গোষ্ঠীর কেউ না কেউ ধরা পড়ছে। ক্রমাগত অভিযানে জঙ্গিগোষ্ঠীর অপারেশনাল শাখা দুর্বল হয়ে পড়েছে। তাদেরকে নিশ্চিহ্ন করে প্রতিটি দিন নিরাপদ করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মূখপাত্র কমান্ডার মূফতি মাহমুদ খান, র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ, কর্ণেল মোহাম্মদ আনোয়ার, র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র এএসপি মিজানুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।