ঢাকার ৯০ ভাগ মানুষ আ’লীগের বিপক্ষে: জাপা

হাওর বার্তা অনলাইনঃ জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বর্তমান সরকারের সমালোচনা করেছে জাতীয় পার্টি (জাপা)। আগামী বাজেটে আবগারি শুল্ক বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিতে সরকারের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে বলে মন্তব্য করেছেন জাপার সদস্য শওকত চৌধুরী। এ সময় ক্ষমতাসীন দলের মন্ত্রী ও এমপিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ফাঁকা বুলি মারবেন না। বর্তমানে ঢাকার ৯০ ভাগ মানুষই সরকারের বিপক্ষে। আগামী নির্বাচনে ঢাকার একটি সিটও পাবেন কি না সন্দেহ আছে। সুতরাং অতি অৎসাহিত হওয়ার কারণ নেই। ক্ষমতা হাতছাড়া হতে বেশি সময় লাগে না।’ প্রসঙ্গত, আজ (রোববার) জাতীয় সংসদ অধিবেশনে প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর