খুলনায় বিএনপি নেতা আলাউদ্দিন মিঠুকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘এই হত্যাকাণ্ড কাপুরুষোচিত। দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের হত্যার মাধ্যমে হাত রক্তে রঞ্জিত করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটিকে এখন গোরস্থানে পরিণত করা হয়েছে।’
আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এর আগে খুলনা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিঠুকে বৃহস্পতিবার রাতে গুলি চালিয়ে হত্যা করা হয়। এতে তার এক সহযোগীও নিহত হন।
খালেদা জিয়া বলেন, মিঠুকে নির্মম কায়দায় হত্যা সরকারের ধারাবাহিক প্রাণঘাতী নৃশংসতারই আরেকটি বহিঃপ্রকাশ।
সরকারকে হুঁশিয়ার করে বিএনপি চেয়ারপারসন বলেন, রক্তপাত ঘটিয়ে জীবন কেড়ে নিয়ে ভীতির সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। জনগণ আর বসে থাকবে না, দুঃশা