ক্রেডিট কার্ড আকারের ক্ষুদ্রাকৃতির চিপ কম্পিউটার তৈরির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘নেক্সট থিং’। লিনাক্স অপারেটিং সিস্টেমে চলা এ চিপ কম্পিউটারটিতে থাকবে ১ গিগাহার্জ গতির প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ গিগাবাইট ধারণক্ষমতা। মাত্র ৯ ডলারের এ চিপ কম্পিউটারটি মনিটরের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে এটি বাজারে পাওয়া যাবে।
এর আগে শিক্ষার্থীদের জন্য ২৫ ডলার মূল্যের ক্রেডিট কার্ড আকারের ‘রাসপবেরি পাই’ চিপ কম্পিউটার বাজারে আনে রাসপবেরি পাই ফাইন্ডেশন।
সূত্র : বিবিসি