পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৪ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে বাংলাদেশ থাকবে, সংবিধান থাকবে , ১৬ কোটি মানুষের মুখে হাসি ফুটবে, জঙ্গি নির্মূল হবে, এমনকি স্বাধীনতার বিপক্ষের শক্তি বিলীন হয়ে যাবে।
রোববার বিকালে বাঘা উপজেলার চণ্ডিপুর ঈদগাঁ মাঠে আয়োজিত ১নং বাজুবাঘা ইউনিয়ন আ.লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান (ফজল) এর সভাপতিত্বে আয়োজিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৪ বছর পর বাঘা উপজেলা আওয়ামী লীগের কমিটি হওয়ার কারণে সংগঠন গতিশীল হয়েছে। এজন্য প্রত্যেক ইউনিয়নে পর্যায়ক্রমে প্রতিনিধি সভা করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত লাভের জন্য আমরা কেউ রাজনীতি করি না। আমরা রাজনীতি করি উন্নয়নের। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি মডেল দেশ হিসেবে পরিচিতি ঘটাতে চান। এজন্য সকলে সহযোগিতা দরকার বলে জানান তিনি।
তিনি দলীয় প্রতিনিধিদের মাধ্যমে গঠনমূলক বক্তব্য এবং বাজুবাঘাসহ ৪টি ইউনিয়নে অতিসত্বর নির্বাচন হওয়ার দাবির পরিপ্রেক্ষিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র এবং ভোটের রাজনীতিতে বিশ্বাসী। এই উপজেলার চারটি ইউনিয়নে সীমানা সংক্রান্ত জটিলতা ও বিএনপি’র সমর্থিত ৪ চেয়ারম্যান মামলা করে ভোট বন্ধ হওয়ায় যে প্রতিবন্ধিকতার সৃষ্টি করেছিল তা শেষ। এখন নির্বাচন সময়ের ব্যাপার। এই নির্বাচনে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার আশা ব্যক্ত করে তিনি বলেন, আগামী সাংসদ নির্বাচনে বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, বাঘা পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল আলম, বাজু বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্রমুখ।