৫টি করে সন্তান নেন, ইউরোপীয় তুর্কিদের এরদোয়ান

ইউরোপে বসবাসরত তুর্কি নাগরিকদের ৫টি করে সন্তান নিতে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। ইউরোপে তুর্কিদের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি করতেই এ ধরনের আহ্বান জানিয়েছেন তিনি। খবর এএফপির। খবরে বলা হয়েছে, তুরস্কে প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতা বৃদ্ধি করতে আগামী এপ্রিলে গণভোট অনুষ্ঠিত হবে। ইউরোপে বহুসংখ্যক তুর্কি বংশোদ্ভূত নাগরিক হিসেবে বাস করছেন। তাই গণভোটের প্রচারণার কাজে তুরস্কের মন্ত্রীরা ইউরোপে গেলে বাধার সম্মুখীন হয়। আর সেই বিবাদের প্রেক্ষিতেই এই ধরনের আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। গতকাল শুক্রবার পশ্চিম তুরস্কের এসকিসেহির শহরে একটি নির্বাচনী সভায় রাগান্বিত হয়ে এরদোয়ান বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলো নাৎসি জার্মানির মত আচরণ করছে। আমাদের সঙ্গে যে দুর্বিনীত আচরণ করা হচ্ছে তার সর্বোত্তম উত্তর দিতে হবে।’ ইউরোপে বাসবারত তুর্কি নাগরিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি এখন থেকে ইউরোপে থাকা আমার ভাইবোনদের বলবো, সন্তানদের ভালো স্কুলে পাঠান, ভালো এলাকায় থাকুন, দামি গাড়ি চালান এবং ভালো বাড়িতে থাকুন। পাঁচটি করে সন্তান গ্রহণ করুণ। আপনারাই ইউরোপের ভবিষ্যৎ।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর