যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীদের স্বদেশ ভ্রমণের আগ্রহ গত বছরের চেয়ে ৩০% বেড়েছে। বিশেষ করে ঈদ উদযাপনের জন্যেই প্রায় ৩০ হাজার বাংলাদেশি জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে সপরিবারে দেশে ফিরছেন। শনিবার উত্তর আমেরিকায় বাংলাদেশী ট্র্যাভেল ব্যবসায়ী সমিতি-নাটাবের প্রেসিডেন্ট নাজমুল হুদা এ তথ্য জানান। এছাড়া আরও ১০ হাজার প্রবাসী দেশে ফিরবেন বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।
নিউইয়র্কে সবচেয়ে পুরনো এবং সর্ববৃহৎ ‘ওয়ার্ল্ডওয়াইড ট্র্যাভেলসের মালিক ও নাটাব প্রেসিডেন্ট নাজমুল হুদা আরও জানান, ‘বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটায় প্রবাসীদের সপরিবারে স্বদেশ ভ্রমণের আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। তবে ভারত ও পাকিস্তানে প্রচণ্ড গরমে বিপুল মানুষের মৃত্যু সংবাদে ক্ষুদ্রতম একটি অংশ শেষ মুহূর্তে সন্তানদের নিয়ে ঢাকায় যাবার কর্মসূচি বাতিল করেছেন। তা না হলে অন্তত আরও ৫ হাজার পরিবার বেশি হতো এবারের স্বদেশ ভ্রমণের তালিকায়।’
এর বাইরে আরও কিছু মানুষ দেশে ফিরছেন। তারা টিকিট ক্রয় করেছেন অনলাইনে। সে সংখ্যাও ১০ হাজারের বেশি হবে বলে জানান প্রধান প্রধান এয়ারলাইন্সের কর্মকর্তারা। অর্থাৎ এবার রোজার সময় কমপক্ষে ৪০ হাজার প্রবাসী দেশ ফিরছেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ তারা বাংলাদেশে অবস্থান করবেন।
নিউইয়র্ক অঞ্চলের পাবলিক স্কুল ও কলেজে ২৬ জুন ক্লাস শেষে গ্রীষ্মের দীর্ঘ ছুটি ঘোষণার পরই সন্তানসহ বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। নাজমুল হুদা বলেন, এবার সবচেয়ে বেশি মানুষ যাচ্ছেন আরব আমিরাতের ফ্লাইটে। দ্বিতীয় শীর্ষে রয়েছে ইত্তেহাদ। তুলনামূলকভাবে এ দুটি এয়ারলাইন্সের টিকিট কম দামে পাওয়া যায়।
নাজমুল হুদা আরও বলেন, ‘আমেরিকায় জন্মগ্রহণকারী সন্তানদের নিয়ে বাংলাদেশে ফেরার এ আগ্রহ অটুট রাখতে গ্রীস্মের সময়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে সকলকে। একইসাথে প্রবাসীদের নিরাপত্তার ব্যাপারেও সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে’। গত দু’বছরে রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক প্রবাসী সন্তান নিয়ে বাংলাদেশে যাননি বলেও তিনি জানান।