আগামীকাল ৮ মার্চ নারী দিবস। নারীরা অধিকার আদায়ের এ দিনটি নানাভাবে উদযাপন করেন। ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ নারীদের এ উদযাপনে শরীক হতে বিশেষ ছাড় দিয়েছে। আর কয়েকদিন পরেই আসছে স্বাধীনতা দিবস। এ দিবসকে সামনে রেখে কে ক্র্যাফট সেজেছে লাল -সবুজের পোশাকে।
লাল-সবুজের পোশাক
স্বাধীনতা দিবসকে উপলক্ষে কে ক্র্যাফট আয়োজন করেছে জাগো বাংলাদেশ’। এ মাসের শুরু থেকে প্রতিটি আউটলেটে এই কালেকশনের পোশাক পাওয়া যাচ্ছে। লাল ও সবুজ রঙ বেছে নেয়া হয়েছে। সুতি কাপড়কে প্রাধান্য দিয়ে পোশাকের নকশা করা হয়েছে। শিশুদের জন্যও আলাদা সংগ্রহ রয়েছে।
নারী দিবসের ছাড়
নারী দিবসকে সামনে রেখে রঙ বাংলাদেশ বিশেষ আয়োজন করেছে। ৮ মার্চ রঙ বাংলাদেশ- এর প্রতিটি আউটলেটেই সব পণ্যের উপর থাকছে বিশেষ ছাড়। এই দিন নারীরা রঙ বাংলাদেশ- এর যেকোনো আউটলেট থেকে যেকোনো পণ্য কিনলেই পাবেন বিশেষ ছাড়ের সুযোগ। নারীর জন্য কোন পণ্য কিনলে অন্যরাও এ সুবিধাটি উপভোগ করতে পারবেন। নিয়মিত আয়োজনে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ-ওড়না, সিঙ্গেল কামিজ, সিঙ্গেল ওড়না, ফতুয়া, কুর্তি, গহনা, উপহার সামগ্রী।